০২:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি ছাত্রলীগের সভাপতির বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারের বহিষ্কার দাবি করেছে বিরোধী অংশ।

বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। 

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য রাসেল আল ফারাবী জানান, গত ১১ ফেব্রুয়ারি সোমবার রাতে সজীব তালুকদার তাকে (রাসেল আল ফারাবী) ফোন করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে বসবাসরত তার কক্ষে ডেকে নেয়। সেখানে আগে থেকেই আরো কয়েকজন উপস্থিত ছিল। তখন সজীব তাকে একটি নীল রঙের প্যাকেটে ইয়াবা দিয়ে তার বন্ধু ও ছোট ভাইদের কাছে ৩’শ টাকা দরে বিক্রি করতে বলে। এতে রাজি না হওয়ায় তারা হকিস্টিক ও রড দিয়ে তাকে পিটিয়ে আহত করে। 

একই সঙ্গে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয় তারা। এ নির্যাতনকালে ইয়াবা বিক্রির বিষয়টি কাউকে না জানানোর জন্যও হুমকি দেয়া হয়। এক পর্যায় তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দিতে বাধ্য করাসহ সেটি ভিডিও আকারে ধারণ করে। এছাড়াও তাকে বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেয় তারা। 

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সজীব তালুকদার তিন মাস আগে শিক্ষকদের সাথে অসদাচরণের কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। এ স্বত্তেও তিনি জোড়পূর্বক ও অবৈধভাবে বঙ্গবন্ধু হলে অবস্থান করছেন। এছাড়াও সে বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। 

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী মো. সানাউল ইসলাম, নাজিম উদ্দিন, বাবু কিশোর দেব প্রমুখ।

অভিযোগের ব্যাপারে সজীব তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই ফোনটি ধরেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবির ইকবাল। তিনি অভিযোগ গুলো মিথ্যা এবং সজীব মাদক, চাঁদাবাজি বা কোন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত নয় বলেও দাবি করেন।

উল্লেখ্য, সজীব তালুকদার গত সোমবার রাতে ছাত্রলীগের দুই কর্মীকে বঙ্গবন্ধু হলে বসবাসরত তার কক্ষে ডেকে নিয়ে তিন ঘন্টা নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের একাংশ সজীব তালুকদারের উপর হামলা চালায়।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি