০৮:৩০ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে জনসভায় ড. আব্দুর রাজ্জাক এমপি

রাজনৈতিক এতিম ও পথহারা পাখি দিয়ে আন্দোলন হয় না 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। সরকারের উচিত তাদের নিবন্ধন বাতিল করা। জনগণের আদালত বড় আদালত। যেহেতু তারা একটি বড় রাজনৈতিক দল, এ কারণে তাদের ভুলের জন্য জনগণের আদালত আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের সমুচিত শিক্ষা দিবে। একুশ আগস্ট গ্রেনেড হামলা করে তারা ২৪ জনকে হত্যা করে জাতির ওপর কলংকের কালিমা লেপন করেছিল। এই বিচারের মধ্য দিয়ে জাতি কলংক মুক্ত হয়েছে। আগামী নির্বাচনকে সহযোগিতা না করে বিএনপি এবং কিছু রাজনৈতিক এতিম ও পথহারা পাখি একত্র হয়েছে। যাদের কোন জনভিত্তি নেই। মানুষের সাথে সম্পর্ক নেই। রাজনৈতিক অঙ্গণে ও জনগনের কাছে তারা অতিত।

শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক এতিমরা একত্রিত হয়ে বলছে সংসদ ভেঙ্গে দিতে হবে, পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিতে হবে। কোন কিছু হবে না। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। তারা যতই আন্দোলনের ডাক দিক এই যুক্তফ্রন্ট ও এতিম দিয়ে আন্দোলন হয়না, হবে না। আন্দোলনে আমরা ভীত নই। বর্তমান সরকার উন্নয়নের যে মহাসড়কে উঠেছে আগামী নির্বাচনের মাধ্যমে জয়লাভের মধ্যে দিয়ে ভবিষ্যতে তা আরো বেগবান ও গতিশীল হবে।

এর আগে তিনি কাকুয়া ইউনিয়নে জননেতা আব্দুল মান্নান ব্রীজের ভিত্তি প্রস্তর ও শেখ হাসিনা রাস্তার শুভ উদ্বোধন করেন। পরে বিকেলে জনসভায় যোগ দেন।

এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ জনসভায় যোগ দেয়। তারা বাদ্যযন্ত্র নিয়ে নেচে গেয়ে সভাস্থলে হাজির হয়। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আগামী সংসদ নির্বাচনে বর্তমান এমপি ছানোয়ার হোসেনকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ার দাবি জানান।

কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার আজাদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি