০৩:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বালুর ঘাটে অভিযান

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৪ জনের জেল-জরিমানা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ | | ১৬২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটে অভিযান চালিয়ে ১৪ জনকে জেল-জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

বুধবার ৭টি অবৈধ বালু ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ১৪ জনকে আটক ও বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়।

আটককৃতদের মধ্যে দুইজনকে ৫০ হাজার টাকা করে, একজনকে তিন মাসের করাদন্ড, আট জনকে তিন মাস করে কারাদন্ড ও অর্থদন্ড, পাঁচজনকে ৬ মাস করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত আটককৃতদের মোট ২১ লাখ ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করে। তাৎক্ষণিক আদায় করা হয় ৯ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব সূত্র জানায়, সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী।

দন্ডিতরা হচ্ছেন, উপজেলা সদরের সামাদ প্রামানিক (৫৫), টুংকু (৪৮) কে ছয় মাসের জেল ও ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল, বাহারুল আলীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল, হাসেম প্রামানিক (২২)কে ২০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের জেল অনাদায়ে আরো তিন মাসের জেল, জাকির হোসেন (২৬) কে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেল। জরিমানা না দিয়ে আরো তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। আবু বক্কর (৩৮) কে তিন মাসের জেল, রাশেদ (২৫) কে তিন মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল, আবু সাইদ (৫০) কে ছয় মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল, আলামিন (২৮)কে ছয় মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল, সাইফুল ইসলাম (২৪) কে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল, আশরাফ প্রামানিক (২০) কে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল, আ: সালাম (৫০) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল, আমজাদ (৬৫) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল ও রনি মিয়া (৩০) কে ছয় মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু।

ভূঞাপুরে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এবং বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে বঙ্গবন্ধু সেতু” এমন সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর টাঙ্গাইল র‌্যাবের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয় বলে র‌্যাব জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক পরিবারের ৪জন আহ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি