১১:৫২ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিলে মিলল নিখোঁজ নারীর অর্ধগলিত লাশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

বাসাইলে নিখোঁজের চারদিন পর অনুল বেগম (৪৮) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পাটখাগুরী বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত অনুল বেগম ওই এলাকার মৃত জিল্লুর খানের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ জুলাই) রাত থেকে অনুল বেগম নিখোঁজ হয়। এর পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না। এঘটনায় রোববার (৮ জুলাই) সকালে বাসাইল থানায় নিখোঁজের বিষয়টি জানানো হয়। পরে সোমবার দুপুরের দিকে উপজেলার পাটখাগুরী বিলে অজ্ঞাত এক মহিলার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং তার পরিবারের লোকজন তাকে সনাক্ত করে।

নিহতের মেয়ে ঝুমা আক্তার বলেন, ‘আমার বাবা নেই। আমরা এক বোন দুই ভাই। ভাইয়েরা দুজনেই দেশেরে বাইরে থাকে। আমিও শ্বশুরবাড়ীতে থাকি। বাড়িতে মা একাই থাকতো। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো মা ঘরে ঘুমাতে যায়। পরের দিন ভোরে ঘরে তালা ঝুলানো দেখে পাশের ঘরের লোকজন আমাকে ফোনে বিষয়টি জানায়। খবর পেয়ে আমি মা’র মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয় স্বজনদের বাড়িতেও খোঁজ নেয়া হয়। কিন্তু কোনও হদিস পাওয়া যায়নি।

এমতাবস্থায় রোববার সকালে বাসাইল থানায় বিষয়টি জানালে পুলিশ বাড়িটি পরিদর্শন করেন।’ পরে সোমবার দুপুরে পাটখাগুরী বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার মা’কে খুন করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। এসময় তিনি সঠিক তদন্ত সাপেক্ষে খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ‘নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে বিলের মধ্যে লাশ ফেলে রেখে গেছে। তদন্ত সাপেক্ষে দোষিদের চিহ্নিত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মন্তব্য লিখুন...

সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি