০২:৩৭ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংবাদ সম্মেলন

গোপালপুরে অপহৃতের পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

কে এম মিঠু, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ মে ২০১৬ | | ৭১
ছবি ঃ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখছেন অপহৃত কিশোরীর বাবা ব্যবসায়ী রাহেদুজ্জামান মুক্তা, পাশে ফেসবুকে পোষ্ট করা ছবি ও বিয়ের কাবিন নামা। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুল ছাত্রীকে অপহরনের পর আপত্তিকর ছবি ফেসবুকে আপলোড করে বাবা-মাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার গোপালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন অপহৃতের বাবা।

গোপালপুর পৌর শহরের প্রধান সড়কের বাসিন্দা ব্যবসায়ী রাহেদুজ্জামান মুক্তা লিখিত অভিযোগে জানান, তার দ্বিতীয় কণ্যা সূতি ভি এম পাইলট মডেল হাইস্কুলের দশম শ্রেণীর মেধাবি ছাত্রী নূরে জাহান মিমকে সুন্দর গ্রামের ফজলুল হকের বখাটে পুত্র শুভ মনি অপর তিন জনের সহযোগিতায় গত ১৮ এপ্রিল বাসা থেকে অপহরন করে নিয়ে যায়। গত ২৫ এপ্রিল শুভমনিসহ চারজনকে আসামী করে গোপালপুর থানায় অপহরন মামলা দায়ের হয়।

আসামীদের কেউ কেউ প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ গ্রেফতার করছেন না। আসামীরা প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তদন্তকারি কর্মকর্তা আব্দুল হাই আসামীদের গ্রেফতার অথবা ভিক্টিমকে উদ্ধার না করে বাদিকে মামলায় আপোষ হওয়ার চাপ দিচ্ছেন বলে জানান তিনি।

এদিকে আসামী শুভমনি সম্প্রতি তার ফেসবুকে অপহৃত নূরে জাহান মিমের সাথে আপত্তিকর যৌথ ছবি এবং বিয়ের ভূয়া কাবিননামার কপি আপলোড করে বাবা রাহেদজ্জামানের দোয়া চেয়ে পোস্ট দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তিনি আরো অভিযোগ করেন, আসামী শুভ মনির ফেসবুকে আপলোড করা ছবি ও কাবিননামা দেখে বখাটের দল প্রতিনিয়ত তাতে অশ্লীল কমান্ড দিচ্ছে। এমনকি এসব পোস্ট দেয়া কমান্ড বাদির বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খিদের ফেসবুকে বিশেষ কায়দায় পাঠিয়ে শেয়ার করার জন্য আহবান জানানো হচ্ছে। এতে তিনি বিব্রতকর ও লজ্জাজনক অবস্থার মধ্যে পড়েছেন।

থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি গত বুধবার গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার প্রার্থনা করেন বলেও উল্লেখ করেন এসময়।

উপজেলা নির্বাহী অফিসার মাসূমুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি নাবালক মেয়েকে অপহরনের পর বখাটেরা ফেসবুকে ছবি আপলোড করে পোস্ট দিয়ে প্রচলিত আইসিটি ধারায় অপরাধ করেছে। অভিযোগ পেয়ে তিনি তদন্তকারি কর্মকর্তাকে আসামীদের গ্রেফতার এবং ভিক্টিমকে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন বলে জানান।

তদন্তকারি কর্মকর্তা আব্দুল হাই জানান, তিনি মামলায় আপোষ হওয়ার ব্যাপারে বাদিকে চাপ দেননি। আসামী গ্রেফতারের জন্য হাজার হাজার বার অভিযান চালিয়েছেন। এত অভিযানের পরও কেন আসামী গ্রেফতার হলোনা বা ভিক্টিম উদ্ধার হলোনা প্রশ্নে জানান আসামী পালিয়ে থাকলে কিভাবে ধরবো?

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি