০৯:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থানায় মামলা দায়ের

যৌতুকের দাবীতে গৃহবধু ও দুই সন্তানকে অমানবিক নির্যাতন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | | ২৪০
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকায় যৌতুকের দাবীতে গৃহবধু ও দুই সন্তানকে ৩দিন ঘরে তালাবন্দি রেখে অমানবিক নির্যাতন চালিয়েছেন স্বামী শাহিন খন্দকার (৪০)। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ নির্যাতিতা ও সন্তানদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় স্বামী শাহিন খন্দকারকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় নারী, শিশু ও যৌতুক মামলা দায়ের করেছে নির্যাতিতা।

নির্যাতিতা গৃহবধু জানান, টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার মৃতঃ আব্দুস ছবুরের ছেলে শাহিনের সাথে বিগত ১২ বছর পূর্বে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই শাহিন যৌতুকের জন্য শারিরিক ও মানষিকভাবে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে তার বাবা মেয়ের সুখের কথা ভেবে শাহিনকে ৫ লাখ টাকা দেয়। কিছুদিন এ নির্যাতন বন্ধ থাকার পর পূনরায় টাকার দাবীতে শারিরিক ও মানষিক নির্যাতন শুরু করে।

এরই জের ধরে স্বামী শাহিন খন্দকার গত রোববার সকালে ১০ লাখ টাকা ও বাবার বাড়ির জমি লিখে দিতে বলে তাকে। এই দাবী আদায়ের অস্বিকার করায় শাহীন খন্দকার তাকে এলোপাথারী মারধর শুরু করে। ৯ বছর বয়সী ছেলে সামিউল ইসলাম সামী মায়ের আর্তনাতে এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এ সময় ৩ বছর বয়সী ছোট ছেলের প্রস্রাব বড় ছেলে সামিউল ইসলাম সামীকে জোর পূর্বক খেতে বাধ্য করে অর্থলোভী বাবা শাহীন খন্দকার। এভাবে গত ৩দিন নিজ স্ত্রী ও দুই সন্তানকে ঘরে আটকে রেখে পাষবিক নির্যাতন চালায় সে।

নির্যাতনের এক পর্যায়ে প্রতিবেশির মোবাইল ফোন দিয়ে গৃহবধু মায়ের সাথে যোগাযোগ করে। নির্যাতন ও আটকের কথা জানতে পেরে গৃহবধুর বাবা পুলিশ নিয়ে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সাবালিয়া এলাকার বাসিন্দা ও নির্যাতিতার বাবা নুরুনবী জানান, তার মেয়ে ও তার দুই ছেলেকে ৩ দিন ঘরে তালাবদ্ধ রেখে ও খাবার না দিয়ে অমানুষিক নির্যাতন করেছে মেয়ের জামাই শাহীন খন্দকার। টাকা ও জায়গা লিখে না দিলে তাদের কেউ মেরে ফেলার হুমকি দিচ্ছে। পরিবারের নিরাপত্তাসহ দোষী শাহীন খন্দকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক থাকায় এখন গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি