০৮:৩৬ পিএম | টাঙ্গাইল, রোববার, ৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভোগান্তি চরমে

সখীপুরের উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ মে ২০১৬ | | ৩৯৬
ছবি ঃ সখীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের সামনের চিত্র। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহজামাল গত ১ মে থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গত ২ মে ঢাকা থেকে ওই কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা আটক করে বলে জানা গেছে। ফলে মাসের প্রথম ভাগে উপজেলার সরকারী কর্মকর্তা, পেনশন ভাতাভোগীসহ সরকারী বিভিন্ন বিল ভাউচারে স্বাক্ষর করাতে না পেরে ভুক্তভোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় হিসাব রক্ষণ কার্যালয় সূত্রে জানা যায়, গত ২ মে হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজামালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা থেকে আটক করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা যায়, প্রায় ১০/১২ বছর আগে ওই কর্মকর্তা ঢাকা ক্যান্টনমেন্টের এফসি আর্মি পে-ওয়ানে সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালীন অবস্থায় সরকারী ভুয়া বিল ভাউচার পাশ করানোর অভিযোগ রয়েছে তার নামে।

দীর্ঘ ১০ দিন ধরে হিসাবরক্ষণ কর্মকর্তা কর্মস্থলে না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা।

এ দিকে মঙ্গলবার পার্শ্ববর্তী বাসাইল উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আমজাদ হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন ঢাকা ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ থেকে। দায়িত্ব পেয়ে তিনি মঙ্গলবার সখীপুরে আসলে ভুক্তভোগীরা বিল-ভাউচারে স্বাক্ষর করাতে হুমড়ি খেয়ে পড়েন।

অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, মাসের প্রথম ভাগে হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকলে বেতন-ভাতাভোগীদের ভোগান্তির শিকার হওয়াটাই স্বাভাবিক।

উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় বেতন-ভাতা উত্তোলনকারীরা সাময়িকভাবে ভোগান্তিতে পড়েছিলেন। তবে মঙ্গলবার অতিরিক্ত দায়িত্বপালন করতে হিসাবরক্ষণ কর্মকর্তা যোগ দেওয়ায় ভোগান্তি কমে গেছে।

আপনার মন্তব্য লিখুন...

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি