০২:১৬ পিএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পায়েশ না দেয়ায় সংখ্যালঘুদের মারধর, প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের পায়লা উত্তরপাড়ায় অষ্টপ্রহর চলাকালে সংখ্যালঘুহিন্দু সম্প্রদায়ের লোকজনকে মারধর, বাড়ি-ঘর ও মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার প্রতিবাদ জানিয়ে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে পৌরশহরের শ্রী শ্রী বড়কালী বাড়ীর সামনে ঘারিন্দা ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরআগে গতকাল শুক্রবার সন্ধ্যায় হামলা ও মারধরের ঘটনাটি ঘটে।

পয়লা মন্দির কমিটির সভাপতি ও মামলারবাদী দুলাল রাজবংশী বলেন, শুক্রবার বিকেলে লীলাকীর্ত্তন চলাকালে হাবিব, রাজু ও পারভেজসহ ৭ জন যুবক প্রসাদ খেতে আসেন। তারা বারবার পায়েশ চান। কিন্তু ২/৩ বার পায়েশ দিলেও আরো খেতে চান। পরে পায়েশ না দেওয়ায় প্রসাদ বিতরণকারীর সাথে তর্ক-বিতর্ক হয়। এরপর ওই যুবকরা সংঘবদ্ধ হয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলায় নারী পুরুষ শিশুসহ বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। 

দুলাল রাজবংশী আরও বলেন, এ ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংকবিরাজ করছে। হামলার ঘটনায় বন্ধ হয়েছে তাদের লীলাকীর্ত্তন অনুষ্ঠান। আমরা থানায় মামলা দায়ের করেছি। সরকার ও পুলিশ প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতারসহ ও সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেশ পাল, জেলা হিন্দু মহাজোটের সভাপতি পল্টন দত্ত বিপ্লব,পয়লা গ্রামের মন্দির কমিটির সভাপতি দুলাল রাজবংশী ও সাধারণ সম্পাদক বাসুদেব সরকার প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, পায়েশ খাওয়া নিয়ে স্থানীয় কিশোরদের সাথে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের ওই অনাকাঙিত ঘটনাটি ঘটে। হামলায় ৫ জন আহত হয়েছেন। ২০ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। হামলায় জড়িত দরুন গ্রামের আলিমুদ্দিনের ছেলে আলামিন (১৮) ও এবাদত আলীর ছেলে আশরাফ নামের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি