টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা ও রেলওয়ে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ও নাজমুল ইসলাম। তাৎক্ষনিকভাবে তাদের ঠিকানা পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতেই গ্রেফতারকৃতদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাতে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইল রেলস্টেশন সহকারি মাস্টার তরিকুল ইসলাম বাদি হয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন। এস আই মো. আশরাফকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...