১২:৫৩ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে জুতা বানাইছে, তারা আমার বোনের পাশে : কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরোত্তম বলেছেন, ‘যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে জুতা বানাইছে, ডুগডুগি বানাইছে তারা আমার বোনের পাশে। পাশে নিয়ে যদি তার ভালো হয় তাহলে আমি কী করতে পারি। যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তারাও আমার বোনের পাশে। আমি কিছু করতে পারি না।

আমি আমার বোনকে মায়ের মতো সম্মান করি। কিন্তু আমার এলাকার সাধারণ মানুষের সন্তান সামিয়ার হত্যাকারীরা পার পাবে না। বিচার তাদের হতেই হবে, সে যে-ই হোক। তারা আওয়ামী লীগ করলেও, বিএনপি করলেও, এমনকি আমার বোনের (প্রধানমন্ত্রী) নাতি হলেও।’

মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

উপজেলার দাড়িয়াপুর মাঝিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু সামিয়া হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা খুন করেছে, তারা আমার বোনের (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আশপাশেই আছে। অথচ আমি কিছুই করতে পারি না। কিন্তু আমার এলাকার একজন শিশু (গত শুক্রবার লাশ উদ্ধার হওয়া স্কুলশিক্ষার্থী সামিয়া) মারা যাবে আর পুলিশ ভুঁড়ি ভাসাইয়া হেটে বেড়াবে এটা হতে পারে না। সেই পুলিশের এখানে (সখীপুরে) থাকার দরকার নেই।’

তিনি বলেন, ‘২৫ বছর বয়সে আমার মনে হয়েছিল আমি যদি দেশের মা-বোনের ইজ্জত-সম্মান বাঁচাতে না পারি তাহলে আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। সে জন্য আমি মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু আমি এই দেশ চাইনি, যে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে না। রাজা-বাদশাহর মতো সাধারণ মানুষের মাথায় পা দিয়ে কেউ চলতে পারবে না। আমার মায়ের মৃত্যুতে আমি যে কষ্ট পেয়েছিলাম, সামিয়ার মৃত্যুতেও ঠিক ততটুকু কষ্ট পেয়েছি।’ পুলিশ ছয় দিন পেরিয়ে গেলেও সামিয়া হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

কাদের সিদ্দিকী স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ করে বলেন, ‘জোয়াহের তুমি এই এলাকার এমপি। তুমি যদি ডিউটি পালন করতে না পারো তাহলে তোমারও বিচার আছে। আমি সাত দিনে সময় দিয়ে গেলাম, আমি এটার বিচার চাই।’

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, নিহত স্কুলছাত্রী সামিয়ার বাবা রঞ্জু মিয়া, মা রুপা বেগম, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব, স্থানীয় জনতা লীগ নেতা সানোয়ার হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর, কামরুজ্জামান কামরুল, আসলাম শিকদার নভেল প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত বুধবার সকালে সখীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়া প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। দুই দিন পর বাড়ির পাশে বনের ভেতরের ড্রেন থেকে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি