০৩:৪২ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আদিবাসীদের জীবনে কোন সু-সংবাদ নাই : নাট্যকার মামুনুর রশীদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

মানুষ আশা নিয়ে বাঁচে। দুঃখের পরে সু-সংবাদ পাওয়ার প্রত্যাশা থাকে। পরের দিন সকালে হয়ত কোন সুসংবাদ আসবে এমন আশায় আগের দিন কাটে। কিন্তু আদিবাসীদের জীবনে কোন সুসংবাদ নাই বলে মন্তব্য করেছেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।
 
গতকাল বুধবার দুপুরে মধুপুর উপজেলার বনাঞ্চলের ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় মামুনুর রশীদ খান এমন মন্তব্য করেন।

মধুপুর বন দখল হওয়ার দিকটি ইঙ্গিত করে তিনি বলেন, মধুপুর বন যেন মাংসের টুকরা। যে যখন পারছে তখন কামড় দিচ্ছে। তিনি বলেন, বনে বসবাসকারী মান্দি গারোদের ঠেলতে ঠেলতে আমরা সীমান্তের উপারে পাঠিয়ে দিয়েছি।

এর আগে প্রথম আ’লীগের ক্ষমতায় আসার পর অশান্ত পার্বত্য অঞ্চলে শান্তির জন্য যে চুক্তি হয়ে ছিল সে সম্পর্কে মামুনুর রশীদ বলেন, কত বছর হয়ে গেলো তার কোন বাস্তবায়ন হয়নি। আইওয়াশের জন্য দু একটি বাস্তবায়ন হলেও হতে পারে। আসল সমস্যা ভূমি সমস্যা থেকে গেছে। তিনি বলেন, আইএলও কনভেনশনের শর্ত মতে দীর্ঘকাল যে জমিতে দখলী সত্ত্বে বসাবাস করবে সেইই হবে জমির মালিক। সেটা মানা হচ্ছে না। জমির মালিকা না থাকায় অভাবে ব্যাংক থেকে গারোরা ঋণের সুবিধা পাচ্ছে না।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন গারো গবেষক থিউফিল নকরেক। বক্তৃতা করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উদ্বোধক গারো নেতা অজয় এ মৃ, তরুণ গারো নেতা অ্যাডভোকেট জনযেত্রা, জিএসএফ কেন্দ্রীয় সভাপতি প্রলয় নকরেক।

অন্যদিকে পৃথক কর্মসূচিতে পীরগাছা সেন্ট পৌল্স হাইস্কুল মাঠে আদিবাসী দিবস পালন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের আরেকটি অংশ। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাইবাল ওয়েলফার এসোসিয়েশন মধুপুরের একটি শাখার চেয়ারম্যান উইলিয়াম দাজেল। সাধারণ সম্পাদক শ্যামল মানখিনের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সদ্য ঘোষিত জেলা কমিটির সদস্য ইয়াকুব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, মহিলা আ’লীগ নেতা শান্তি সাংমা প্রমুখ। 

উপস্থিত ছিলেন  মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি