০১:০০ পিএম | টাঙ্গাইল, রোববার, ৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১০ লাখ টাকা এফডিআর শর্তে নিঃসন্তান দম্পত্তিকে পাগলীর শিশু সন্তান দত্তক 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশে জন্ম নেওয়া সেই পাগলীর শিশু সন্তানটিকে দত্তক দেয়া হয়েছে। শিশুটির নামে ১০ লাখ টাকা এফডিআর করার শর্তে লাল মাহমুদ ও রিয়া মাহমুদ দম্পতির কাছে দত্তক দেয়া হয়েছে। এর আগে শিশুটিকে দত্তক পেতে ২৮টি পরিবার আবেদন করে। যাচাই বাছাই শেষে জেলা শিশু কল্যাণ বোর্ড শিশুটিকে ওই দম্পত্তির কাছে দত্তক দেয়া হয়। লাল মাহমুদ দম্পতির বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার নিকলা ইউনিয়নের ভারৈ গ্রামে বলে জানা গেছে। 

রোববার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার তাঁর কার্যালয়ে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে ওই দম্পতির কাছে হস্তান্তর করেন। এর আগে বৃহস্পতিবার শিশু কল্যাণ বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহ্ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

জানা গেছে, গত ৫ জুলাই সকাল ৬টার দিকে মির্জাপুর উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক পাগলী প্রসব ব্যাথায় ছটফট করছিলেন। ওইসময় প্রাতভ্রমনে বের হওয়া বাওয়ার কুমারজানী গ্রামের মজিরন বেগম ও আরো দুই নারী এগিয়ে যান । কিছুক্ষন পর পাগলীটি একটি কন্যা সন্তানের জন্ম দেন। পাগলী ওই শিশুকে দুরে সরিয়ে দিলে প্রাথমিক পরিচর্যা শেষে মজিরন বেগম শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের অফিসে নিয়ে যান। পরে মাকে খুজে বের করে মা ও শিশুকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হলে অনেক পরিবার শিশুকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করে। শিশুটি দত্তক নিতে আগ্রহীদের কাছে আবেদন চাওয়া হয়। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে ২৮টি আবেদন পত্র জমা পড়ে। 

টাঙ্গাইল জেলা শিশু কল্যাণ বোর্ড যাচাই বাছাই শেষে ভুঞাপুরের ওই দম্পতিকে নির্বাচন করেন। রবিবার (১৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে লাল মাহমুদ ও রিয়া মাহামুদ দম্পতির কাছে হস্তান্তর করেন।

শিশুটি দত্তক পাওয়া লাল মাহমুদ বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানতে পারি মির্জাপুরে এক পাগলী রাস্তায় একটি সন্তান প্রসব করেছে। আমরা শিশুটিকে দত্তক নিতে জেলা প্রশাসকের নিকট আবেদন করি। আজ আমরা শিশুটিকে আনুষ্ঠানিকভাবে পেলাম।

টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ফুটফুটে নিস্পাপ শিশুটিকে পেতে ২৮টি পরিবার আবেদন করেছিলেন। আমরা যাচাই বাছাই করে একটি নিঃসন্তান সক্ষম দম্পতিকে নির্বাচন করতে পেরেছি। দত্তক নেয়া পরিবার শিশুটি যাতে স্বচ্ছল ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে সেজন্য শিশুর নামে ১০ লাখ টাকা এফডিআর করেছে। আমরা আশা করি শিশুটি ওই দম্পতির কাছে ভাল থাকবে। 

আপনার মন্তব্য লিখুন...

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি