০৭:৫৪ পিএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লাইনে উঠে পড়লো যাত্রীবাহি বাস, ২ ঘন্টা বন্ধ ট্রেন চলাচল

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষের ফলে মহাসড়কের পাশে রেললাইনের উপর উঠে পড়ে বাস। এর ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাঙ্খা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দূর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। পরে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় বাসটি মহাসড়কের কামাঙ্খা মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনে উঠে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনা কবলিত একটি বাস রেললাইনের উপর উঠে পড়ে। এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ভারতের মৈত্রী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে বাসটি রেললাইন থেকে অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই ) মশিউর রহমান জানান, এ দূর্ঘটনায় কেউ মারা যাননি। তবে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও রেললাইনে উঠে পরা বাসটি সরানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি