১০:২৪ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুবিধাবঞ্চিতদের প্রতিদিন ইফতার দিচ্ছে শিশুদের জন্য ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের রোজাদার ছিন্নমূল মানুষের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পহেলা রমজান থেকে শুরু হয়ে শেষ রমজান পর্যন্ত এই ইফতার সামগ্রী বিতরণ করবেন তারা। টাঙ্গাইলসহ আরও ১০টি জেলায় এ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, রেজিস্ট্রিপাড়া, নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ইফতার বিতরণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। 

ইফতার সামগ্রী পাওয়া বস্তির আছিয়া বেগম বলেন, রোজার শুরু থেকে তারা ইফতার সামগ্রী দিচ্ছে। এমন ইফতার সামগ্রী বানানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের ছেলে মেয়ে নিয়ে তাদের ইফতার সামগ্রী দিয়ে আমরা ইফতার করে থাকি।

কদবানু বেগম বলেন, আমি রাস্তায় ঘুরে ঘুরে টাকা তুলি। কিনে ইফতার খেতে হয়। আজ বানানো ইফতার পেয়ে খুব আনন্দিত। 

দিনমুজুর লাল মিয়া বলেন, এরা প্রতিদিন ইফতার দেয়। কোনো দিন বিরিয়ানি আবার কোনো দিন খিচুরি দিয়ে থাকেন। আবার কোনো দিন  ছোলা, মুড়ি, খেজুর দিয়ে থাকেন।

স্বেচ্ছাসেবক আহসান খান মিলন বলেন, গত ৩ বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে খুব ভালো লাগছে। মানুষের মাঝে ইফতার বিতরণ করাও মানবতা। ছিন্নমূল মানুষকে ইফতার করিয়ে নিজেদের ইফতার করার মধ্যে এক আত্মতৃপ্তি থাকে। যে আত্মতৃপ্তি পেয়ে নিজেরা খুবই গর্বিত।

স্বেচ্ছাসেবক রিমা আক্তার রিমি বলেন, এ কাজটা করতে আমাদের অনেক ভালো লাগে। মানুষের পাশে দাঁড়ালে তারাও আমাদের ভালোবাসে এবং আমাদের জন্য দোয়া করেন।

 ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা তৌহিদুল ইসলাম সুলভ বলেন, এবার আমরা বেশ কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায়ও ইফতারের আয়োজন করছি। এমন কাজে সামর্থ্য অনুযায়ী সবাইকে এ মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

এ বিষয়ে শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, গত ৯ বছর ধরে টাঙ্গাইল ছাড়াও দেশের আরও ১০ জেলায় প্রায় ৫ শতাধিক  স্বেচ্ছাসেবীর মাধ্যমে বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়ে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় নিজেরা রান্না করে টাঙ্গাইলের রাস্তায় ছিন্নমূল অসহায় ও দরিদ্র খুঁজে খুঁজে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ১১টি জেলায় প্রায় ৯ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও ঈদ উপলক্ষে ছিন্নমূল মানুষ ও শিশুদের মাঝে নতুন জামা দেওয়া হবে। প্রতিবারের মত এবারো ঈদের আগে শতাধিক সুবিধাবঞ্চিতদের দেয়া হবে ঈদ বাজার। ঈদ বাজারে দেয়া হবে পোলাও চাল, মুরগি, সেমাই, চিনি, দুধ। ঈদের দিন রাস্তায় থাকা ভাসমান মানুষ ও পাগলদের দেয়া হবে পোলাও, রোস্ট, ডিমের কোরমা, ফিরনি।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি