০৫:১১ পিএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যারা যখন ক্ষমতায় থাকেন, নিজেদের দেশের মালিক ভাবেন-কাদের সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, যারা যখন ক্ষমতায় থাকেন তারা তখন ভাবেন আমিই দেশের মালিক। আর বাকি সব চাকর-বাকর। সরকারি কর্মচারীরা নিজেরা ভাবেন তারা যেন মুনিব,সাধারণ মানুষ যেন চাকর। অথচ সকল সরকারি কর্মচারী সাধারণ মানুষের চাকর এটা তারা বুঝতেই চায় না।

সোমবার (০৬ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা মাঠে কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে বাংলাদেশে কেউ নিরাপদ না, কারও সম্মান নাই। বাসাইলের মানুষদের বলছি আপনারা দয়া করে আমার গামছাকে ধরেন আপনাদের সম্মান হবে, মর্যাদা হবে, নিরাপত্তা হবে।

তিনি আরও বলেন, আমার এই গামছা ধরলে কারও কোনো ক্ষতি হবে না। লাঙ্গল ধরলে লাঙ্গল দিয়ে হাত-মুখ মুছতে পারবেন না, নৌকা দিয়ে হাত-মুখ মুছতে পারবেন না। ধানের শীষ নিয়ে যদি গা পরিষ্কার করেন তাহলে তো শেষ, ডাক্তার খানায় যেতে হবে। আমার এই গামছা দিয়ে যা খুশি তাই করা যাবে।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.টি.এম সালেক হিটলু।

কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হামিদ খান মানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি