০৫:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সনাক্তের নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৩জন। যার মধ্যে দিয়ে সনাক্তের নতুন রেকর্ড গড়লো টাঙ্গাইল। আর রেকর্ড শনাক্তের দিনে করোনা ও উপসর্গ নিয়ে ৭জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা সংক্রমণের হার ৫৭.৯২ শতাংশ।

মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান। 

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ৩জন আর উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনায় আরো দুই জন মারা গেছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে তিনি অবগত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৩১ মে পর্যন্ত ১৪ মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ১৬ জন। জুন মাসে আক্রান্ত মানুষের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ১২ থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় আক্রান্তের হার ছিল ৩২ শতাংশের ওপরে। জুন মাসে ২ হাজার ৯৪৮ জন আক্রান্ত হয়েছেন। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত হয়ে ১৪ মাসে ১১৮ জন মারা গেছেন। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে গত জুন মাসে। অর্থাৎ এ জেলায় সংক্রমণ নয় হাজার ছাড়িয়েছে। তবে জুলাই মাসে সংক্রমন ও মৃত্যুর হার ক্রমেই বাড়ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ৭১৩ জনের নমুনা পরীক্ষায় ৪১৩জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৫৭.৯২ শতাংশে। 

জেলায় আজই সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২২৩, মির্জাপুরে ৪২,কালিহাতীতে ৩১, মধুপুরে ২৬, ঘাটাইলে ২৩, দেলদুয়ারে ২১, ভ‚য়াপুরে ১৩, সখিপুরে ১০, গোপালপুরে ৯, বাসাইলে ৬, ধনবাড়িতে ৫, নাগরপুরে ৪ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৯০৪৪ জন। করোনায় মারা গেছেন ১৩৫জন। সুস্থ হয়েছেন ৪৮৯৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৭৪ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৭৩৬ জন।

আপনার মন্তব্য লিখুন...

গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি