০৩:১৮ পিএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৌরসভা নির্বাচন-

টাঙ্গাই‌লের ৫টি‌তেই নৌকার জয়লাভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পাঁচ‌টি পৌরসভায় আওয়ামীলী‌গের নৌকা প্রতী‌কের প্রার্থীরা বেসরকা‌রিভা‌বে বিজয় লাভ ক‌রে‌ছেন। 

এদি‌কে জেলার সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৪ ভোট। ২৮৯ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। 

বিষয়টি সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চিত্রা শিকারী নিশ্চিত করেছেন। সখীপুরে ২১ হাজার ৬৬৯ ভোটের মধ্যে ১৭ হাজার ৭০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

মির্জাপুরে নৌকা প্রতীকের সালমা আক্তার ১২ হাজার ৪৭৮ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির শফিকুল ইসলাম ২৯২৪ ভোট পেয়েছেন। বিষয়টি সহকারি রিটানিং অফিসার উম্মে তানিয়া নিশ্চিত করেছেন।

ভূঞাপুর পৌরসভার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ ৯৪১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪৪১৩ ভোট, আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার জগ প্রতীকে পেয়েছে ৩৭০১ ভোট। এ‌তে তৃতীয়বা‌রের মত নৌকা প্রতী‌কের মাসুদুল হক মাসুদ নির্বা‌চিত হ‌লেন।

সহকা‌রি রিটার্নিং অফিসার ও ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চ‌লিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষনা করেন।

মধুপু‌র পৌরসভায় আওয়ামীলীগের সিদ্দিক হোসেন খান নৌকা প্রতী‌কে পে‌য়ে‌ছেন ২৬০৭৯ ভোট, বিএন‌পির আব্দুল ল‌তিফ ধা‌নের শীষ প্রতী‌কে ১৬৫১ ভোট পে‌য়ে‌ছেন। বেসরকা‌রি ফলাফ‌লে নৌকা প্রার্থী‌কে বিজয়ী ঘোষণা করা হয়।

মধুপুর উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা আ‌রিফা জহুরা বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।
 
টাঙ্গাইল সদর পৌরসভায় আওয়ামীলী‌গের নৌকা প্রতী‌কের সিরাজুল হক আলমগীর বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি