০৩:৫৪ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নির্বাচন কমিশন ও জনগণকে সুষ্ঠ নির্বাচন দিতে বদ্ধ পরিকর - জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

জেলা প্রশাসক ড. মো. আতাউর রহমান গণি আসন্ন টাঙ্গাইল পৌর নির্বাচন উপলক্ষে বলেছেন, নির্বাচন কমিশন ও জনগণকে সুষ্ঠ নির্বাচন দিতে বন্ধ পরিকর টাঙ্গাইল জেলা প্রশাসন। টাঙ্গাইল জেলা পৌর নির্বাচনে কোন ধরণের অনিয়ম ও দুনীর্তিকে বরদাশ করা হবে না। কেউ যদি কোন ধরণের অনিয়ম করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকে সুষ্ঠ করতে আমারা সকল ধরণের আইনি প্রক্রিয়া গ্রহণ করেছি। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। নিরোপক্ষ নির্বাচন হওয়ার জন্য তারা জনগণকে সার্বিক সহযোগিতা করবে। তারা যেন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী পৌর নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হলরুমে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, ভোট হলো আপনার নাগরিক অধিকার। কেউ যেন এ কাজে আপনাকে বাঁধাগ্রস্ত করতে না পারে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনাদের সার্বিক সহযোগিতা করবে। এ সময় জেলা সিনিয়র নির্বাচন অফিসার এ. এইচ.এম কামরুল হাসান সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী সকল আচরণবিধি আপনাদের মেনে চলতে হবে। কোন প্রার্থীর কর্মী সমর্থকরা যদি কোন ধরনের বিশৃঙ্খলা তৈরী করে সেক্ষেত্রে প্রার্থীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, সহকারী রিটানিং কর্মকর্তা করুনা সিন্দু চাকলাদার,ওসি চান মিয়া প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশার ভূমি হাসান মো: হাফিজুর রহমান,সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল কামরান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব উন নাহার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকসানা পারভীন, প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও পৌর নির্বাচনে বিভিন্ন প্রার্থীগণ। 

উল্লেখ্য, এ পৌর সভায় আগামী ১০ জানুয়ারী নির্বাচন ইভিএম‘র মাধ্যমে অনুষ্ঠিত হবে। মোট ১৫ টি কেন্দ্র ৩০ হাজার ৩ জন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি