০৪:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহমারীকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি-কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা প্রভাবে পৃথিবীর অনেক অর্থনৈতিক স্বয়ংসম্পন্ন, শিক্ষা ও সংস্কৃতিতে উন্নত দেশ যখন বিপর্যস্ত তখন শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহমারীকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বলে মন্তব্য করেছেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী  ড. মো.আব্দুর  রাজ্জাক  এমপি।

রবিবার (২৫ অক্টোবর) দিনব্যাপি টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৯ কোটি  ৮৪  লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১০ কি.মি. পাকা রাস্তা  পৌর এলাকার  ১৫ টি পয়েন্টে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

মন্ত্রী বলেছেন, করোনায় নানা সংকট সৃষ্টি হলেও কাউকে না খেয়ে থাকতে হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি জমির প্রতি ইঞ্চি ব্যবহারের নির্দেশ মতো কৃষি উৎপাদন বাড়ানোর নানামুখি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ৯০ টাকা কেজির সার ১৬টাকায় নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়া হচ্ছে। 

প্রতিশ্রæতির তুলনায় অনেক ক্ষেত্রে উন্নয়ন কয়েক গুণ বেশি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন,  আমরা যা বলি তা বাস্তবায়ন করি। আগামীতে মধুপুর পৌরসভার উন্নয়নে ১০০ কোটি টাকার বরাদ্দ হবে। এ জন্য তিনি নৌকার মনোনীত প্রার্থীর জন্য ভোট প্রত্যাশা করেন।

বিকেল পর্যন্ত চলা মধুপুর পৌরসভার উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন পৌর মেয়র মাসুদ পারভেজ। 

কর্মসূচিতে মন্ত্রীর সাথে ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি,সহসভাপতি ইয়াকুব আলী, খন্দকার আবদুল গফুর মন্টু, পৌর আ’লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, আ’লীগ নেতা ডা.মীর ফরহাদুল আলম মনি, মনোজ কুমার বর্মণ  প্রমুখ। 

এদিকে সকালে উপজেলার গাংগাইর আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্মিতব্য বন্যা আশ্রয় কেন্দ্র  নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মন্ত্রী। নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র  তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় প্রায়  ৩ কোটি টাকা ব্যয়ে ওই আশ্রয় কেন্দ্র  নির্মাণ হচ্ছে।  

ওই অনুষ্ঠানে মন্ত্রীর সাথে  মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারনার রশীদ হীরা, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, পিআইও রাজিব আল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি