০৮:৩৬ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হুমকির মুখে ব্রীজ

রাস্তার উন্নয়নে ব্রীজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

পানি উন্নয়ন বোর্ডের যোগসাজসে টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি ব্রীজের ১০০ গজ দক্ষিন থেকে নৌকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। মাটি সরে যেকোন সময় ভেঙ্গে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। তাই হুমকির মুখে রয়েছে ব্রিজটি। এর আগে ১৮ জুলাই ব্রিজটির বাম তীরের অ্যাপ্রোচ ধসে পশ্চিমাঞ্চলের সাথে যানচলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েন চরাঞ্চলের কাতুলী, হুগড়া, কাকুয়া, মাহমুদনগর আর নাগরপুরের ভাড়রা ইউনিয়নে লক্ষাধিক মানুষ।

জানা যায়, ২০০৬ সালের ১ জুন এলজিইডির তত্ত্বধানে নির্মিত হয় ১৭০.৬৪২ মিটার চারাবাড়ি তোরাপগঞ্জ সড়কের ধলেশ্বরী নদীর উপর এই ব্রিজ। চলতি বন্যায় ব্রীজের ৫০ গজ পশ্চিম রাস্তা ভেঙ্গে ঝুঁকির মধ্যে চলাচল করছে ওই সড়কের পথচারী ও যানবাহন। রাস্তার পাড় মেরামতের জন্য ৩০ লাখ ১৮ হাজার টাকা বরাদ্দ করে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড। সেখানে সাত হাজার বস্তা ফেলে সড়কটি চলাচলের উপযোগী করা হবে। কাজটির দায়িত্ব দেওয়া হয় ওই এলাকার মেসার্স মিতু এন্টার প্রাইজের স্বত্তাধিকারী ইমরান হোসেনকে। এর আগে ওই ব্রীজের অ্যাপ্রোচ ভরাটের কাজটিও পেয়েছিলো এই একই ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সেই অ্যাপ্রোচ ভরাটেও অনিয়ম করেছিলো ঠিকাদারি প্রতিষ্ঠান।

সোমবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ওই ব্রীজের ১০০ গজ দক্ষিন পাশ থেকে দুটি নৌকায় অবৈধ ড্রেজার বসিয়ে আরেকটি নৌকায় বালু উত্তোলন করা হচ্ছে। সেখানে তিনজন শ্রমিক কাজ করছেন। ব্রীজের পশ্চিম পাশে প্রায় ৩০ জন শ্রমিক বালু বস্তা ভরাটের কাজ করছে। পাশেই ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার রুবেল মিয়া দাড়িয়ে রয়েছে।

স্থানীয় শামসুল হক ও উজ্জল মিয়া জানান, ব্রীজের পাশ থেকে বালু উত্তোলন করে রাস্তার কাজ করা হচ্ছে। এক দিয়ে রাস্তার উন্নয়ন হলেও অন্যদিকে ব্রীজের জন্য চরম ক্ষতি হচ্ছে। যেকোন মুহুর্তেই ব্রীজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হতে পারে। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

সিএনজি যাত্রী আমিনুল ইসলাম বলেন, ঠিকাদারের লাভের জন্য ব্রীজের ক্ষতি করে রাস্তার উন্নয়ন করছেন। এমন উন্নয়ন আমরা চাইনা। অন্য কোন জায়গা থেকে বালু এনে রাস্তার পাশে বস্তা ফেলার দাবি করেন তিনি।

ট্রাক চালক আব্দুল হাই জানান, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজসে যেভাবে ব্রীজের খুব কাছ থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু তোলা করায় হুমকির মুখে রয়েছে ব্রীজটি। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার রুবেল মিয়া জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান কোথা থেকে বালু এনে ভরাট করতে সেটা তাদের ব্যাপার। ব্রীজ হুমকির মুখে থাকলেও তাদের কিছু করার নাই।

এ বিষয়ে মেসার্স মিতু এন্টার প্রাইজের স্বত্তাধিকারী ইমরান হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, ব্রীজের দক্ষিন পাশে চর পড়ে আছে। চরটি কাটলে ব্রীজের জন্য ভাল হবে। এতে ব্রীজের কোন ক্ষতি হবে না বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি