১০:২২ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থানার অভিযোগ তুলে নিতে বাদির পরিবারকে হুমকি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজ পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে প্রতিপক্ষরা। এ নিয়ে হামলার শিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে প্রতিপক্ষরা আরো ক্ষীপ্ত হয়ে যায়। অভিযোগ তুলে নিতে বাদির পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।

অভিযোগে জানা যায়, টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া এলাকায় বাড়ি বিমল চৌহানের। গত ১৯ জুলাই প্রবল বৃষ্টির সময় বিমল চৌহানের বাড়ির মাটি সরে যায়। পরে তারা সেখানে বস্তা ফেলে বাধ দিতে গেলেই বাধে বিপত্তি। পরেরদিন প্রতিবেশি কানাই লাল চৌহান, তার স্ত্রী সন্ধ্যা চৌহান, তিন মেয়ে পুষ্প চৌহান, চায়না চৌহান ও মুক্তা চৌহান জোর করে তাদের বাড়িতে প্রবেশ করে এবং তার স্ত্রী কাজুলী ও মেয়ে প্রিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। তাদের কথায় বাধা দিতে গেলে বিবাদীরা আরো ক্ষীপ্ত হয়ে হামলা চালিয়ে মারপিট শুরু করে। এক পর্যায় তারা ধারালো অস্ত্র দিয়ে কাজুলীর মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে বাধা দেন। এতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলী কেটে পড়ে যায়। তারা প্রিয়াকেও গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার ছেলে এগিয়ে আসলে তাকেও আক্রমণ করা হয়। একই সঙ্গে তারা কাজুলীর কানের একজোড়া দুল, প্রিয়ার গলার চেইন ও পায়ের নূপুর ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। প্রতিবেশিরা কাজুলী ও প্রিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিমল চৌহান বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেন। আসামীরা অভিযোগ তুলে নেয়ার জন্য নানাভাবে বাদির পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বিমল চৌহান ও তার মেয়ে প্রিয়া চৌহান। কোন আসামী গ্রেপ্তার না হওয়া এবং তারা প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বাদির পরিবারের লোকজন। ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিচার দাবি করেছে বাদির পরিবার।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি