০১:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গাইডবাঁধ ভে‌ঙে রা‌তের ম‌ধ্যেই ঘরবা‌ড়ি নদী গ‌র্ভে

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতুপূর্ব রক্ষা দ্বিতীয় গাইডবাঁধ ভে‌ঙে ২৩টি ঘরবা‌ড়ি নদী গ‌র্ভে চ‌লে গে‌ছে। এছাড়া আ‌রো ৬‌টি প‌রিবা‌রের ঘর বা‌ড়ি অ‌র্ধেক চলে গে‌ছে নদী‌তে।

শ‌নিবার (৪ জুলাই ) রা‌তে কা‌লিহাতী উপ‌জেলার গোহা‌লিয়াবা‌ড়ি ইউ‌নিয়‌নের বেল‌টিয়া উত্তরপাড়ার বঙ্গবন্ধু সেতুপুর্ব রক্ষাবাঁধ এলাকায় এই ভাঙ‌ন শুরু হয়।

বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অ‌ফিস সু‌ত্রে জানা গে‌ছে, সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুপুর্ব গো‌রিলাবা‌ড়ি হ‌তে বেল‌টিয়া পর্যন্ত ৫০০ মিটার এলাকায় প্রায় ৩০‌ কো‌টি টাকা ব‌্যা‌য়ে সেতু রক্ষা গাইডবা‌ঁধের কাজ শেষ ক‌রা হ‌য়ে‌ছে। সম্প্রতি এই গাইডবা‌ঁধের কাজ ‌শেষ ক‌রে‌ছে শহীদ ব্রাদার্স না‌মের এক‌টি ঠিকাদারী প্রতিষ্ঠান। ‌কিন্তু বা‌ঁধের শেষ হওয়াই পরই ভাঙন শুরু হয়। বা‌ঁধ ভে‌ঙে ব্লকগু‌লো নদী গ‌র্ভে চ‌লে গে‌ছে।‌ সেই সা‌থে শ‌নিবার থে‌কে র‌বিবার ভোর পর্যন্ত  মু‌ক্তি‌যোদ্ধার বা‌ড়িসহ ২৩টি প‌রিবা‌রের ঘরবা‌ড়ি নদী গ‌র্ভে বিলীন হ‌য়ে‌ছে। এছাড়া আ‌রো ৬‌টি প‌রিবা‌রের ঘর বা‌ড়ি অ‌র্ধেক নদী‌তে বিলীন হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে ভাঙন এলাকা প‌রিদর্শন ক‌রে‌ছে স্থানীয় সাংসদ হাসান ইমাম খান সো‌হেল হাজারীসহ সং‌শ্লিষ্টরা।

বেল‌টিয়া উত্তরপাড়ার নুরুল ইসলাম, সামাদ, সাইবালী, হযরত মওলানা ব‌লেন, রা‌তের ম‌ধ্যেই বা‌ড়িগু‌লো নি‌মি‌ষেই নদী‌তে বিলীন হ‌য়ে গে‌ছে। ঘ‌রের আসবাবপত্র সরা‌নোর সময় পায়‌নি।

বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অ‌ফি‌সের সহকা‌রি প্রকৌশলী এহসানুল কবীর পা‌ভেল ব‌লেন, সম্প্রতি ৩০‌কো‌টি টাকা ব‌্যা‌য়ে বঙ্গবন্ধু সেতু রক্ষা গাইডবা‌ধের নির্মাণ কাজ শেষ করা হয়। বা‌কি অংশটুকু পা‌নি উন্নয়ন বোর্ড কাজ করার কথা ছিল। কিন্তু এরআ‌গেই ভাঙ‌নে বাঁধের ৩৫ মিটার অংশ ভে‌ঙে গে‌ছে।

টাঙ্গাই‌লের পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম ব‌লেন, ‌ভে‌ঙে যাওয়া অং‌শে প্রাথ‌মিকভা‌বে জিও ব‌্যাগ ফেলানো হ‌বে ভাঙন‌রোধ করার জন‌্য। এরপর আগামী মৌসু‌মে স্থায়ী বা‌ঁধের কাজ শুরু করা হ‌বে অনু‌মোদন পাওয়া গে‌লে।

কালিহাতী উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা ব‌লেন, ভাঙ‌নে ২৯‌টি প‌রিবার ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছেন। তাৎক্ষ‌নিকভা‌বে ক্ষ‌তিগ্রস্থ‌দের মা‌ঝে প্রশাসন থে‌কে প্রত্যেক প‌রিবার‌কে নগদ দুই হাজার টাকা ও ২০ কে‌জি ক‌রে চাল বিতরণ করা হ‌য়ে‌ছে।

স্থানীয় সাংসদ হাসান ইমাম খান সো‌হেল হাজারী ব‌লেন, ভাঙ‌নের বিষয়‌টি পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে। তি‌নি আশ্বাস দি‌য়ে‌ছেন দুই এক‌দি‌নের ম‌ধ্যে ভাঙন এলাকা প‌রিদর্শন কর‌বেন। এরপরই যতদ্রুত সম্ভব ভাঙন‌রো‌ধে কাজ করা হ‌বে।

আপনার মন্তব্য লিখুন...

গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত 

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি