০১:৩৮ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ১ পরিবারের ৪ জনসহ ১৮ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর দুই পুলিশ সদস্য, এক হোমিও চিকিৎসক ও একই পরিবারের চারজনসহ আরও ১৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ১৭৩ জন করোনায় সংক্রমিত হলেন।

নতুন আক্রান্তদের মধ্যে দুই পুলিশ সদস্য হলেন মির্জাপুর থানার এক কনস্টেবল (৫৬) ও মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের এক কনস্টেবল (২৭)। হোমিও চিকিৎসকের (৫০) বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা গ্রামে। তিনি গোপালগঞ্জে পরিবার নিয়ে বসবাস করেন। সম্প্রতি তিনি মির্জাপুর এসেছিলেন। উপসর্গ থাকায় নমুনা দিয়ে তিনি গোপালগঞ্জে চলে গেছেন।

একই পরিবারের চারজন হলেন ওয়ালটনের এক হিসাব রক্ষণ কর্মকর্তা ও উপজেলা সদরের বাসিন্দা (৩১), তাঁর স্ত্রী (২৩), মা (৫১) ও শ্যালকের সন্তান (৬)। তিনি বলেন, প্রায় ১৩ দিন আগে ঢাকা থেকে তাঁর শ্বশুর তাঁদের বাড়িতে বেড়াতে আসেন। অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর শ্বশুরের করোনা পজেটিভ আসে। তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। এ ছাড়া তাঁর বাবা করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে তিন দিন ধরে টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।

মির্জাপুরে সব মিলিয়ে ১৭৩ জন কোভিড–১৯ রোগীর মধ্যে তিনজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৩২ জন।

এদিকে মির্জাপুরে কোভিড–১৯ রোগীর সংখ্যা বাড়ার কারণে মির্জাপুর পৌরসভায় দ্বিতীয় দফায় ঘোষিত লকডাউন চলছে। গতকাল শুক্রবার থেকে মির্জাপুরে শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, কাঁচা বাজারসহ মির্জাপুরের সাপ্তাহিক হাটও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৬ জুন থেকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ২৫ জুন বৃহস্পতিবার পর্যন্ত লকডাউন ছিল। পরে প্রশাসন লকডাউনের সময়সীমা আগামী ২ জুলাই পর্যন্ত বৃদ্ধি করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি