০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ২ দম্পতিসহ ১৪জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দুই দম্পতিসহ একদিনে ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শামসুল আলম (৬০) নামে ব্যবসায়ী ও সমসের আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সাভারের এনাম হাসপাতালে মঙ্গলবার রাতে ব্যবসায়ী ও সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে কৃষকের মৃত্যু হয়। গত ৯ জুন তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। নমুনা পরীক্ষার ফল আসার আগেই তাদের মৃত্যু হল। এনিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ জন। 

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত ৯ জুন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ জনের নমুনা সংগ্রহ করে ১০ জুন ঢাকায় পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বুধবার মৃত দুইজন ও দুই দম্পতিসহ ১৩ জনের দেহে করোনা শনাক্তের খবর পায় তারা। এছাড়া উপজেলার হাড়িয়া গ্রামের এক বাসিন্দা ইসলামী ব্যাংকের এলেঙ্গা শাখার সিনিয়র অফিসার (৩৭) অন্যত্র নমুনা দিয়ে করোনা আক্রান্ত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের ব্যবসায়ী শামসুল আলম (৬০) ও উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের কৃষক সমসের আলী (৬৫)। তাদের নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩জন।

আক্রান্ত দুই দম্পতিসহ অন্যরা হলেন বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের বাসিন্দা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন স্বামী(৪১), তার স্ত্রী(৩৭), তাদের নিকট আত্মীয়(৩৮)একই গ্রামের একজন (৩২)অপর দম্পতি সাতক্ষিরা জেলার আশাশুনির বাসিন্দা বর্তমানে গোড়াই শিল্প এলাকার সাউথ ইস্ট কারখানার কর্মরত স্বামী (৪৮), তার স্ত্রী (৩০), পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের এক নারী (৪৭), মির্জাপুর বাজারের শহীদ মিনার সংলগ্ন এলাকার বাসিন্দা(৫০), সদরের বাইপাস এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষক (৬৩), গোপালপুর উপজেলার হারিশা গ্রামের বাসিন্দা বর্তমানে গোড়াই শিল্প এলাকার পোশাক শ্রমিক (৪৫), গোড়াই সৈয়দপুর একজন (৫৮)। 

এদিকে আজকের ১৪ জনসহ এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জনে। তাদের মধ্যে তিনজন মারা গেছেন এবং ২৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন। উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি