০৯:০২ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আশ্রম থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

মাগুরা সদরের নিতাই গৌর গোপাল আশ্রম থেকে পবিত্র মাহে রমজান উলপক্ষে অর্ধশতাধিক মুসলমান পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী এলাকার বাসিন্দা নন্দ দুলাল দত্ত তাঁর নিজ উদ্যোগে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আশ্রম থেকে মুসলমানদের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করাকে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন বলে মনে করেন স্থানীয় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা জানান, বাংলাদেশে অহংকার করার মতো অনেক কিছুর মধ্যে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি উল্লেখযোগ্য।

নন্দ দুলাল দত্ত জানান, লকডাউনের কর্মহীন হয়ে এলাকার অনেক দরিদ্র মুসলমান খাদ্যভাবে রয়েছেন।এই খাদ্যভাবের মধ্যেও তারা পবিত্র রমজান মাসের রোজা রাখছেন।সেইসব দরিদ্র মুসলমানের কথা চিন্তা করে তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে আশ্রম থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তাঁর দেয়া ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি মিনিকেটস চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি লবন, একটি সাবান, আধা কেজি মুড়ি, আধা কেজি ছোলা, ২ কেজি আলু ও বেগুন, আধা কেজি বেশন। 

এর আগে গত ১৩ এপ্রিল তিনি ওই এলাকার ১৪০ হিন্দু পরিবারে খাদ্যসহায়তা দেন। কিন্ত পবিত্র রমজান মাসের কথা চিন্তা করে সোমবার ৫৭ পরিবারে মধ্যে ৫৪টি মুসলমান পরিবারে ইফতার ও খাদ্যসহায়তা দেন। ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণকালে তাকে সহায়তা করেন পিটুল দও, সনজিত দও, গোবিন্দ রুদ্র, শ্যামল সিকদার, হাসি রানী প্রমুখ।  

এদিকে আশ্রম থেকে নন্দ দুলাল দত্ত মুসলমান পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করায় একে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বন্ধন হিসেবে উল্লেখ করেছেন ওই এলাকার বাসিন্দা ছবেদ আলী, আজম খান, আবদুর রাজ্জাক মোল্যা, কালাম হোসেন, সৈয়দ আলী মো্ল্যা, নজির হোসেন প্রমুখ। তারা বলেন, বাংলাদেশের অহংকার করার মতো অনেক কিছুর মধ্যে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি উল্লেখযোগ্য। একই কথা জানান নিতাই গৌর গোপাল আশ্রমের অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময়া নন্দ দাসও।

নন্দ দুলাল দত্তের ছেলে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ওসি শ্যামল কুমার দত্ত জানান, তাদের পরিবারের পক্ষ থেকে এলাকার দরিদ্র মুসলমান পরিবারের খাদ্য সহায়তা দেয়া অব্যহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি