০৮:০৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১৬৪ ধারায় ঘাতকের জবানবন্দি

বাবা মাদক না দেয়ায় ছেলেকে হত্যা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে চাঞ্চল্যকর বিপ্লব মিয়া (১৫) হত্যা কান্ডের প্রধান আসামী সাগর মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছে। 

সোমবার টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রুপম কুমার দাস তার জবানবন্দি রের্কড করেন। পরে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠনো হয়। 

নাগরপুর উপজেলার ধুবড়িয়া পূর্ব পাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে মো. বিপ্লব মিয়া (১৫) কে গত বছরের ১৬ ডিসেম্বর রাতে বাড়ী থেকে ডেকে নিয়ে ঘাতকরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ধুবড়িয়া কুষ্ঠিয়া বিলের পাড়ে লাশ ফেলে রাখে। রাতে বাবা গ্রেফতার পরদিন সকালে ছেলের গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় প্রশাসনে তোলপার শুরু হয়।

এদিকে ক্লুলেস হত্যা কান্ডের দেড় মাসের মাথায় এ ঘটনার রহস্য উদঘাটনসহ মুল হোতা ও কিলিং মিশনে অংশ নেয়া ৪ ঘাতকের মধ্যে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল ঢাকার বিভিন্ন স্পট ও সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের সময় সাগর এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে জবানবন্দি দিতে রাজি হয়। 

সাগর মিয়া (১৯) নাগরপুর উপজেলার ধুবরিয়া পূর্বপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে একই গ্রামের মৃত মুকুল মিয়ার ছেলে আসাদুল (২২) ও শেওরাইল গ্রামের মৃত আজমত আলীর ছেলে ছানোয়ার হোসেন (২৫)। স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে সাগর হত্যারকান্ডের দায় স্বীকার করে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, মাদকের টাকা নিয়ে বিপ্লবের বাবা চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়ার সাথে আসাদুল ও ছানোয়ার হোসেনের দ্বন্দ্ব ছিল। আর সাগরের সাথে বিপ্লবের বাবার পারিবারিক পূর্ব বিরোধ ছিল। একারনেই তারা বিপ্লবের বাবা উজ্জ্বল মিয়াকে হত্যার পরিকল্পনা করে। কিন্তু গত বছরের ১৬ ডিসেম্বর দুপুরে মাদক ব্যবসায়ী উজ্জ্বল পুলিশের হাতে গ্রেফতার হলে তাদের সে পরিকল্পনা ভেস্তে যায়। পরে তারা ঐ রাতেই উজ্জ্বল মিয়ার ছেলে বিপ্লবকে হত্যার পরিকল্পনা করে। অত্যন্ত ঠান্ডা মাথায় ৪ জন মিলে বিপ্লবকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে ঘাতক সাগরের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও রক্ত মাখা জামাকাপড় তার বাড়ীর সেফটি ট্যাংকি ও রান্নাঘর থেকে পুলিশ উদ্ধার করে।

আপনার মন্তব্য লিখুন...

গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই : গ্রেফতার ১৬ মির্জাপুরে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি