১১:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২টি নতুন বাস উদ্বোধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আরো দুটি নতুন বাসের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে ফিতা কেটে বাস দুটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম। 

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নিটোল নিলয় টাটা মটরস্ এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে একটি বাস উপহার দেওয়া হয়। এছাড়া অন্য একটি বাস প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ক্রয় করা হয়। উদ্বোধনী বক্তব্যে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম বলেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতি এবং নিটোল নিলয় টাটা মটরস্ আমাদের একটি বাস উপহার দেওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

এছাড়া তিনি আরো বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আমাদের এই দুটি নতুন বাস সংযোজন করা হয়েছে। এছাড়া আরো তিনটি বাস রয়েছে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য। শিক্ষার্থীদর মান্নোয়নে আমাদের পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপারগণ সর্বদা সচেষ্ট। আমরা প্রতিষ্ঠানটিকে পুরো আধুনিকায়ন করেছি। আমাদের রয়েছে মানসম্মত ডিজিটাল ল্যাব। 

শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমরা শুধু শিক্ষার একটি সুন্দর পরিবেশ গড়ে দিতে পারি। তোমাদের নিজেদের লেখাপড়া করে ভাল ফলাফলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। আশা করি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলের সমন্বয়ে প্রতিষ্ঠানে লেখাপড়ার মান্নোয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবো। 

এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউর রহমান, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সভাপতি খন্দকার ইকবাল হোসেন, নিটোল নিলয় টাটা মটরস্ টাঙ্গাইলের এরিয়া ম্যানেজার মোয়াজ্জেম হোসেন সবুজ, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ। 

এসময় পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানে নতুন বাস পেয়ে খুবই আনন্দিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আগে আমাদের পুরাতন তিনটি বাস ছিলো। নতুন বছরে আরো দুটি নতুন বাস পাওয়ায় আমরা আনন্দিত। পর্যাপ্ত সিট না থাকায় পূর্বে অনেক সময় বাসে দাড়িঁয়ে আসতে হতো। এখন থেকে আশা করি সকলেই সিটে বসে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারবো। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি