১২:৩৯ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, সকাল সাড়ে ১০ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

উপজেলা উপজেলা শিক্ষা অফিসার  মুহাম্মদ শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: হাবিুবর রহমান চৌধুরী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি মো: বজলুর রশিদ খান। 

এসময় সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো: আব্দুল লতিফ সনাকের সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে মধুপুর পৌরসভার অন্তর্গত ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও ব্যবস্থাপনা বিষয়ক সরেজমিন পর্যবেক্ষণমূলক জরিপ প্রতিবেদন উপস্থাপন করে ১৩টি সুপারিশ তুলে ধরেন। অতপর জরিপ প্রতিবেদনে প্রাপ্ত ফলাফলের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সহ-সভাপতি মো: আব্দুল মালেক, সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম, শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।

আলোচনায়, সনাক সভাপতি মো: বজলুর রশিদ খান বলেন, জরিপ পর্যবেক্ষণ ও সুপারিশের আলোকে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যকর নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া প্রয়োজন বলে সনাক মনে করে। কেননা, আমরা শুধুমাত্র শহর সন্নিবেশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র এখানে দেখতে পাচ্ছি যাতে উন্নয়ন ঘটানোর সূযোগ রয়েছে। 

এছাড়া চলমান অবস্থায় বর্তমান সরকারের টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্য পূরণের সাথেও সাংঘর্ষিক। সুতরাং সহজেই অনুমেয় যে শহরতলী এবং দূরবর্তী অঞ্চলে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক অবস্থা ঠিক কী রকম। এসময় উপজেলা শিক্ষা অফিসার সনাকের পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ বিশেষভাবে আমলে নিয়ে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে সনাককে আশ্বস্ত করেন।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি