১২:০৫ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যালয়ের চুরি যাওয়া প্রজেক্টর

কম্পিউটারসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চুরি যাওয়া কম্পিউটার ও প্রজেক্টরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) রাতে উপজেলার ফলদা বাজার ও গোপালপুর উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃরা হল, উপজেলার ফলদা হিন্দুপাড়া গ্রামের আবুল ড্রাইভারের ছেলে হৃদয় (২২), গোপালপুর উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা। গ্রেফতার দুইজনের মধ্যে মঙ্গলবার (২৩ জুলাই) হৃদয়কে ৫দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইলে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। 

জানা গেছে, উপজেলার ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ৫টি কম্পিউটার সিপিইউ ও একটি প্রজেক্টর চুরি করে নিয়ে যায় অজ্ঞাতরা। তবে চুরি যাওয়ার বিষয়টি জানেন না বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২ মে বিদ্যালয়ের কম্পিউটার কক্ষটি খোলা দেখতে পান গণিত শিক্ষক রওশন আলী। পরে ৩ মে নতুন তালা লাগনো হয়। এরপর  (১৬ জুলাই) কম্পিউটার শিক্ষক মমতাজ পারভীন মাল্টিমিডিয়া ক্লাশ নেয়ার জন্য প্রজেক্টর বের করার জন্য গেলে দেখেন সেগুলো কক্ষে নেই। এসময় একটি প্রজেক্টর ৫টি কম্পিউটার পিসি দেখতে পাননি। পরে এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে ভূঞাপুর থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন।

রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মমতাজ পারভীন বলেন, মাল্টিমিডিয়া ক্লাশের জন্য প্রজেক্টর আনতে কম্পিউটার ল্যাবে গেলে সেখানে প্রজেক্টর পাওয়া যায়নি। এছাড়া আরো ৫টি কম্পিউটারের সিপিইউ পাওয়া যায়নি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল জানান, দুইমাস আগে বিদ্যালয় থেকে কম্পিউটার ও প্রজেক্টর চুরি হয়ে গেলেও গত ১৬ জুলাই জানতে পেরেছি। এবিষয়ে অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে হৃদয় ও মাসুদ নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এখনও চুরি যাওয়া দুইটা সিপিইউ উদ্ধার করা হয়নি।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, বিদ্যালয়ে নৈশপ্রহরী, পিয়ন, শিক্ষকসহ সকলের গাফিলতি রয়েছে চুরি যাওয়ার বিষয়ে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন জানান, চুরির ঘটনায় জড়িত থাকায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে চুরি যাওয়া কম্পিউটার সিপিইউ তিনটি ও প্রজেক্টর উদ্ধার করা হয়েছে। বাকি দুইটি সিপিইউ উদ্ধারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত দুইজনের মধ্যে একজনকে ৫দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
 

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি