০১:০৯ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুঞাপু‌রে তিন গ্রা‌মের মানুষ পা‌নিব‌ন্দি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদীর পা‌নি বৃ‌দ্ধি হওয়ায় পা‌নি লোকা‌ল‌য়ে ঢু‌কে প‌ড়ে  তিন গ্রা‌মের মানুষ পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নি‌য়‌নের কষ্টাপাড়া, খানুরবা‌ড়ি ও ভ‌ালকু‌টিয়া গ্রা‌মে যমুনার পা‌নি প্র‌বেশ ক‌রে। পা‌নি বৃ‌দ্ধির রেকর্ড করা হ‌য়ে‌ছে। এতে যমুনার পা‌নি বিপদসীমার ৪২ সে‌ন্টি‌মিটার ও ধ‌লেশ্বরী নদীর পা‌নি ৬৬ সে‌ন্টি‌মিটার উপ‌র দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে।এ‌তে রাস্তায় পা‌নি উ‌ঠে গি‌য়ে মানু‌ষের ভোগা‌ন্তি বে‌ড়েছে। বা‌ড়ি ও ঘ‌রে পা‌নি প্র‌বেশ, টিউবও‌য়েল তলি‌য়ে গে‌ছে। এ‌তে বিশুদ্ধ খাবার পা‌নির সংকট দেখা দি‌য়ে‌ছে। স‌রেজ‌মি‌নে এমন চিত্র দেখা গে‌ছে। এরআ‌গে যমুনা নদীর ব্যাপক ভাঙ‌নে ওই তিনগ্রা‌মে তিনশতা‌ধিক ঘরবা‌ড়ি নদী‌তে বিলীন হ‌য়ে গে‌ছে। 

জানা গে‌ছে, উপ‌জেলার কষ্টাপাড়া ও খানুরবা‌ড়ি এলাকায় যমুনা নদীর পা‌নি সোমবার রাত থে‌কে গ্রা‌মগু‌লো‌তে প্র‌বেশ ক‌রে। এ‌তে পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে তিনগ্রা‌মে প্র‌বেশ ক‌রে মানুষ পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে।বন্যাকব‌লিত মানুষেরা জানায়, হঠাৎ ক‌রেই গ্রা‌মে পা‌নি প্র‌বেশ ক‌রে‌ছে। এ‌তে ঘ‌রের জি‌নিষপত্র পা‌নি‌তে ভি‌জে গি‌য়ে নষ্ট হ‌য়ে গে‌ছে। বা‌ড়ি টিউবও‌য়েল পা‌নি‌তে ত‌লি‌য়ে গে‌ছে। এ‌তে বিশুদ্ধ খাবার পা‌নির সংকট দেখা দি‌য়ে‌ছে।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল সোমবারের চেয়ে মঙ্গলবার সব নদীতে আরো বেশি পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নদীগুলোতে আরো পানি বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। আর পানি কমলে এসব এলাকায় ভাঙন হওয়ার আশঙ্কা রয়েছে। নদী ভাঙন কবলিত এলাকাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্থানে ভাঙন রোধে আমরা কাজ করছি এবং কাজ চলমান রয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি