০৬:২৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকাস্থ সখিপুর থানা স্টুডেন্টস এসোসিয়েশান এর পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঢাকাস্থ সখিপুর থানা স্টুডেন্টস এসোসিয়েশান (ডিএসটিএসএ) এর নতুন পূর্নাঙ্গ কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে।

শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে ৯১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ঢাকা বিশ^বিদ্যালয়ের নাহিদ হাসানকে সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আহমেদ শুভ (ডি.আই.ইউ), সহ-সভাপতি সাদ্দাম হোসাইন উদয় (ঢা.বি.), মিরাদুতজামান মিল্কী (বি.ইউ.পি), আহমেদ কামাল (ঢাকা পলিটেকনিক), হাসিবুল হাসান খান সিজান (জগন্নাথ বি.), মারুফ পারভেজ (জ.বি.), আরিফুল ইসলাম (তিতুমীর সরকারি কলেজ), সাইফুল আল-নোমান (ডি.আই.ইউ), স্বপন মিয়া (ঢা.বি.), মেহেদী হাসান (ডি.আই.ইউ), জাহাঙ্গীর আলম (ঢা.বি), হিমেল হামিদ (ঢা. বি.), সালমান রুশদী (ঢা.বি.), শাহরিয়ার সাব্বির (ইউ. আই. ইউ)।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক : আশিক খান (বি.জি.এম.ই.এ), যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হাসান সতেজ (ডি.আই.ইউ), নূর হোসাইন (তিতুমীর সরকারী কলেজ), মাহাবুব হাসান তালুকদার (ঢা.বি.), আদিল সিকদার (হাবিবুল্লাহ বাহার কলেজ), আমিনুল ইসলাম (ডি.আই.ইউ), শামিম আল-মামুন (ডি.আই.ইউ), আশিকুর রহমান অপু (বুয়েট), কামরুল শিকদার (তেজগাঁ কলেজ)।

যুগ্ম সাধারণ সম্পাদক : রনি আহমেদ (ঢাকা পলিটেকনিক), সোহাগ আহমেদ (মোহাম্মদপুর কে. কলেজ), মহসিন আহমেদ জয় (বি.আই.ইউ), লিমন আহমেদ (ইউল্যাব), সুমন মিয়া (ঢাকা পলিটেকনিক), জাকির হোসেন (তিতুমীর কলেজ)।

সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমেদ (ঢা.বি), সায়মান হাসান বাবুল (ঢাকা পলিটেকনিক), আরিফুল ইসলাম (শ্যামলী টেক্সটাইল)।

সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার (ঢা.বি), মিরাজত কামরুল সিকদার (তেজগাঁ কলেজ), আব্দুল করিম (ঢা.বি), এ. বি. সিদ্দিক (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেহেদী হাসান (তেজগাঁ কলেজ), শরিফুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সাব্বির আহমেদ (ঢা.বি), ইসরাফিল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), তানজিম আহমেদ (ঢা.বি.), মাহমুদুল হাসান মুকিব (ঢা.বি.), জাকির হোসেন (ঢাকা কলেজ), রুহুল আমিন (ডি. আই. ইউ)।

ছাত্রী বিষয়ক সম্পাদক জুঁই বর্মন (ঢা.বি), উপ ছাত্রী বিষয়ক সম্পাদক    খাদিজা আক্তার (ইডেন কলেজ), প্রচার সম্পাদক শাহরিয়ার শরীফ (ডি.আই.ইউ), উপ প্রচার সম্পাদক মো: আসলাম (তিতুমীর কলেজ), দপ্তর সম্পাদক শামিম আল মামুন (সিটিইউ.), উপ-দপ্তর সম্পাদক বখতিয়ার শিকদার বাপ্পি (সিদ্বেশরী কলেজ), অর্থ সম্পাদক সৈয়দ সবুজ (তিতুমীর কলেজ), উপ অর্থ সম্পাদক মাসুদ রানা জয় (ঢা.বি.), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন (ঢা.বি.), উপ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মিল্টন (ঢাকা পলিটেকনিক), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজ (এ.আই.ইউ.বি), উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক আহমেদ আকাশ (ঢা.বি.), আইন বিষয়ক সম্পাদক রেমন শিকদার (সাউদ ইস্ট ইউ), উপ আইন বিষয়ক সম্পাদক নোমান (সোনারগা ঁবিশ^বিদ্যালয়), ক্রীড়া বিষয়ক সম্পাদক আশফিকুর রহমান আদনান (ঢাকা কলেজ), উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিন আহমেদ (ঢাকা কলেজ), আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিয়াম আহমেদ (কবি নজরুল কলেজ), উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক আহসান নাছির (মিরপুর বাংলা কলেজ), ধর্ম বিষয়ক সম্পাদক রাহাত হাসান (ঢা. বি), উপ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল-আল মামুন (ঢাকা কলেজ), বিজ্ঞান বিষয়ক সম্পাদক শাহাজালাল সাজু (শান্ত মরিয়ম ইউ:), উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক     শাহরিয়ার ফয়সাল (সিটি ইউনিভার্সিটি), পরিবেশ বিষয়ক সম্পাদক নাছির আহমেদ (জগন্নাথ বিশ^বিদ্যালয়), উপ পরিবেশ বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম (তিতুমীর কলেজ), রক্তদান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কনক (স্ট্যামফোর্ড ইউ.), উপ রক্তদান বিষয়ক সম্পাদক ওয়াহেদ খান (বি.এস.এম.আর.এ.ভি), পাবলিক বিশ^: সম্পাদক রাশিদুল ইসলাম (ঢা.বি.), প্রাইভেট বিষয়ক সম্পাদক সুমন সিকদার (বি.ইউ.এইচ.এস), উপ-প্রাইভেট বিষয়ক সম্পাদক    আল-আমিন খাঁন (সিটি কলেজ), জাতীয় বিশ^ বি: সম্পাদক মেহেদী হাসান শ্রবণ (ঢাকা কলেজ), স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক ফাহিম (সিটি কলেজ), উপ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মামুন তালুকদার (গ্লাস এন্ড সিরামিক্স ইন্স.), আবাসন বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম (ইউরোপিয়ান ইউ.), উপ আবাসন বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম (হাবিবুল্লাহবা. কলেজ), কার্যকরী সদস্য মিল্টন (ঢাকা পলিটেকনিক), আল আমিন মিয়া, সাদিয়া আফরিন, আকাশ মাহমুদুল (হাবিবুল্লাহবা. কলেজ), অনিক (সিটি কলেজ), মাহাদী হাসান খান (বুলবুল) (এশিয়া পেসিপিক ইউ.), রাসেল রানা (সিটিকলেজ), খাইরুল ইসলাম ইমন (নর্দান বিশ্ববিদ্যালয়), তরিকুল ইসলাম কাব্য (আইডিয়েল কলেজ), জহিরুল ইসলাম (সাউথ ইস্ট ইউ.), জাহিদ হাসান তমাল (শেকৃবি), শাহরিয়ার শুভ (সরকারি বাংলা কলেজ)।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি