০৪:৩৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জনমনে সারা ফেলেছে উন্নয়নের স্বচিত্র বিলবোর্ডগুলো

জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বর্তমান সরকারের গত ১০ বছরের উন্নয়নের স্বচিত্র বিলবোর্ডগুলো জনমনে সারা ফেলেছে। দলীয় নেতাকর্মীসহ সকলেই এর প্রশংসা করছেন। 

গত ১০ বছরের উন্নয়নের স্বচিত্র এই বিলবোর্ডগুলো উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও জনগুরুত্বপুর্ন স্থানে নিজ অর্থায়নে দিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একাব্বর হোসেন।
 
স্বচিত্র এই বিলবোর্ডে নির্বাচনী এলাকার একটি পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের কোথায় কী উন্নয়ন হয়েছে তা তোলে ধরা হয়েছে। ইউনিয়নে বর্তমান সরকারের গত ১০ বছরে কয়টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং কয়টি কলেজে নতুন ভবন হয়েছে, কত কিলোমিটার কাঁচা-পাকা সড়ক, কয়টি নতুন ব্রিজ-কালভার্ড নির্মিত হয়েছে এবং কতগুলো বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে তার পরিসংখ্যানও দেয়া হয়েছে। 

এছাড়া কোন এলাকার কোন কাজ চলমান রয়েছে বা টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে তাও উল্লেখ করা হয়েছে। উন্নয়নের স্বচিত্র এই বিলবোর্ডগুলো এই নির্বাচনী এলাকার হাট-বাজার, রাস্তা-ঘাটের মোড এবং জনবহুল স্থানে শোভা পাচ্ছে। উন্নয়নের এই বিলবোর্ডগুলো দেখে নির্বাচনী এলাকার জনগণও তার এলাকায় কি উন্নয়ন হয়েছে তা সহজেই বুঝতে পারছেন বলে জানা গেছে।

মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা ও  ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক নূরুল ইসলাম, আজগানা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা পল্লী চিকিৎসক ফজলুর রহমান, তরফপুর গ্রামের আবুল কাশেম, একই গ্রামের মুক্তিযোদ্ধা আছান আলী, বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, গোড়াই ইউনিয়নের ইউনিয়নের মুক্তিযোদ্ধা জাবেদ আলী, উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আম্বার আলী, আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামের আমির হোসেন, বানাইল  ইউনিয়নের দেওড়া গ্রামের আবুল হোসেন, ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মজিবুর রহমান জামুর্কী ইউনিয়নের জামুর্কী চরপাকুল্যা গ্রামের মুক্তিযোদ্ধা ডিএম বাবলু প্রমুখরা জানান, উন্নয়নের এই বিলবোর্ডগুলোর মাধ্যমে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত এই নির্বাচনী এলাকার জনগণ গত ১০ বছরের কোন এলাকায় কী উন্নয়ন তা সহজেই বুঝতে সক্ষম হচ্ছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে এই নির্বাচনী এলাকার  কোথায় কি উন্নয়ন হয়েছে তা যাতে সাধারণ মানুষ সহজেই অনুধাবন করতে পারেন  সেজন্যই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নামে স্বচিত্র এই বিলবোর্ডগুলো দেয়া হয়েছে বলে এমপি একাব্বর হোসেন জানিয়েছেন। 

বিলবোর্ডগুলোর প্রসঙ্গে এ নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যার্শী মেজর (অব:) খন্দকার আব্দুল হাফিজ সাংবাদিকদের জানান, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। অপর মনোনয়ন প্রত্যার্শী খান আহম্মেদ শুভ ও এর প্রশাংসা করে বলেন, বিলবোর্ডগুলো আরও আগেই দেয়া উ”িত ছিল।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি