০২:০৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ মে ২০১৬ | | ৭২২
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নীগর গ্রামে বিলকিছ আক্তার (২৮) নামে এক গৃহবধূকে ধর্ষনের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।

জানা যায়, কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের নীগর গ্রামের সাহেব আলীর ছেলে আনোয়ার হোসেনের সাথে পাশের এলেঙ্গা পৌরসভার হিন্নাইপাড়া গ্রামের মৃত ইন্নছ আলীর মেয়ে বিলকিছ আক্তারের ৮ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর আনোয়ার হোসেন কাজের সন্ধানে সৌদী আরব চলে যান। প্রায় এক বছর আগে বাড়ি এসে আনোয়ার হোসেন নীগর গ্রামেই রাস্তার পাশে নতুন বাড়ি করে পুনরায় সৌদীআরবে চলে যান। রাস্তার পাশে নতুন বাড়িতে বিলকিছ আক্তার, তার ভাগ্নি শিমুকে নিয়ে থাকতেন।

পঞ্চম শ্রেণির ছাত্রী শিমু জানায়, প্রতিদিনের মতো সে এবং তার খালা বিলকিছ আক্তার খাবার খেয়ে রাত সাড়ে ৯টার দিকে একত্রে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে সে দেখতে পায় তার খালা বিলকিছ আক্তার বিছানায় নাই। ঘরের আলমারী ও দরজা খোলা দেখে শিমু ভয় পেয়ে বাইরে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরে গিয়ে দেখতে পায়, পাশের রুমে হাত-পা বাধা অবস্থায় বিলকিছ আক্তারের লাশ ঘরের ধর্ণার (আঁড়ার) সঙ্গে ঝুঁলছে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পরকীয়ার জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, দুর্বৃত্তরা কোনভাবেই আইনের হাত থেকে পালিয়ে থাকতে পারবে না বলে জানান তিনি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, প্রথমে শ্বাসরোধে হত্যা করে হাত-পা বেধে গলায় রশি দিয়ে ঘরের ধর্ণায় (আঁড়ার সাথে) ঝুঁলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি