০৪:১৪ এএম | টাঙ্গাইল, রোববার, ৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান

জনশক্তিকে জন সম্পদে রুপান্তরিত করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭ | | ৩৮৪৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেছেন, প্রত্যেক ক্ষেত্রে নিজের উন্নতির পাশাপাশি দেশ ও জাতির উন্নতি করতে হবে। আমাদের দেশের জনশক্তিকে জন সম্পদে রুপান্তরিত করতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

ইনস্টিটিউটের এর কন্সট্রাকশন টেকনোলজির ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “একটি বিদায় অনুষ্ঠান একটা মহা মিলন। এই মিলন সকলকে উদ্ধুদ্ধ করবে আগামী দিনে কিভাবে চলতে হবে। সততা, স্বচ্ছতার মাধ্যমে জ্ঞান ও দক্ষতার সহিত কর্মজীবনে প্রত্যেককে কাজ করে যেতে হবে।

সোমবার সকালে কন্সট্রাকশন টেকনোলজির উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কন্সট্রাকশন টেকনোলজির চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী লিটন রাব্বানি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. সামছুল আলম, ইলেকট্রনিক্স টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. লুৎফর রহমান, ইলেকট্রিকাল টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন, টেলিকমিউনিকেশনের বিভাগীয় প্রধান প্রকৌশলী নুরুন্নাহার ও আর.এস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কন্সট্রাকশন টেকনোলজির ইন্সট্রাক্টর প্রকৌশলী মো. কামরুল হাসান ও ওয়ার্কশপ সুপার (সিভিল) স্টেপ আব্দল­াহ আল মাহমুদ।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন কন্সট্রাকশন টেকনোলজির ইন্সট্রাক্টর মো. মাহফুজ হোসেন, জুনিয়র ইন্সট্রাক্টর সুজন সরকার, মো. কায়েদ আজম ও ল্যাব ইন্সট্রাক্টর মো. সাইদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী মানপত্র পাঠ করেন ৫ম পর্বের শিক্ষার্থী ফাবলিহা।

অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ্যানি, সুজন, জাহিদ, দিপ্তী, নাইমা, আব্দুল আলীম ও শফিকুল ইসলাম।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল­াহ আল নোমান, নাজমুল হাসান (১ম শিফট্), সোহেল রানা, সাইফুল ইসলাম, নাজমুল হাসান (২য় শিফট্) এবং তনয় কুমার বিশ্বাস।

আলোচনা শেষে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কন্সট্রাকশন টেকনোলজির ৭ম পর্বের শিক্ষার্থী মনিরুল ইসলাম এবং ফাতিনা আক্তার।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি