১১:৩৩ পিএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪ জনকে অব্যাহতি

গত বছরের প্রশ্নে এ বছরও পরীক্ষা!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭ | | ২২২৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে চলতি জেএসসি পরীক্ষার প্রথম দিনে ১৫ জন শিক্ষার্থীর আগের বছরের প্রশ্নে অর্ধেক সময় এবং বাকি অর্ধেক সময় চলতি প্রশ্নে পরীক্ষা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৪ শিক্ষককে বহিষ্কার করেছে প্রশাসন।

শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের চাপে প্রশাসন বিকেলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বহিষ্কারের সিদ্ধান্ত দেয়।

বুধবার ধনবাড়ী মুশুদ্দি আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা পরীক্ষায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, জেএসসি পরীক্ষার প্রথম দিন মুশুদ্দি অফাজউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষায় ২০১৭ সালের পরিবর্তে ২০১৬ সালের প্রশ্নপত্র দিয়ে কেন্দ্রের এক কক্ষে ১৫ জন শিক্ষার্থীর দেড় ঘণ্টা পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষা চলার দেড় ঘণ্টা পর ভুল ধরা পড়লে পুনরায় ২০১৭ সালের প্রশ্নপত্র দিয়ে সংশ্লিষ্টরা তাদের পুনরায় পরীক্ষা নেয়া শুরু করেন।

কিন্তু চেপে যাওয়ার শর্তে পূর্ণ সময় দেয়ার কথা থাকলেও পরে সে কথা তারা রাখতে পারেননি। কেন্দ্র কর্তৃপক্ষ  বাকি দেড় ঘণ্টার মধ্যেই খাতা নিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষক-শিক্ষার্থীরা বিষয়টি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে উপজেলা প্রশাসনে এসে বিক্ষোভ করেন। কান্নাকাটি করেন অনেকে। মামলা করার হুমকিও দেন কেউ কেউ।

অবশেষে বিকালে উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে দায়িত্ব অবহেলার দায়ে ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মুশুদ্দি আফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হল সুপার মোজাম্মেল হক, পরিদর্শক মনিরুজ্জামান ও মনোয়ারা খাতুনকে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভের কথা অস্বীকার করেছেন। অনেকে কান্নাকাটি করেছেন জানিয়ে বলেন, এ ঘটনায় সচিব ও হল সুপারসহ ৪ জন শিক্ষকের পীরক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে  এবং বিষয়টি জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। বোর্ড এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি