১২:১২ এএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অবদান রাখায়

জেলার ৩ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মির্জাপুর

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ আগস্ট ২০১৭ | | ৩৮৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন শ্রেষ্ঠ নির্বাহী অফিসার ও বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি ১৯ ক্যাটাগরীতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ ঘোষণা করেন। এর মধ্যে মির্জাপুরে তিন ক্যাটাগরীতে তারা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

রোববার মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বাছাই কমিটির সভাপতি টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত পত্রে তাদের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।

মীর এনায়েত হোসেন মন্টু পর পর দুই বার নির্বাচিত মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের বাসিন্দা।

অন্যদিকে ২৮ তম বিসিএসের কর্মকর্তা ইসরাত সাদমীন গত জানুয়ারি মাসের ৯ তারিখে মির্জাপুরের ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন, বাল্যবিবাহ বন্ধ, নারীর ক্ষমতায়, সরকারী সম্পত্তি রক্ষা ও মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।

অপরদিকে বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ ও ফলাফলে বরাবরই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর‌্যাদা অর্জন করে আসছে। বিগত কয়েক বছর ধরে বাইমহাটি সরকারী বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে থাকে।

এদিকে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন জেলার শ্রেষ্ঠ ইউএনও ও বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ শিক্ষা্ প্রতিষ্ঠানের মর‌্যাদা অর্জন করায় তাদের অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলু রহমান।

এ উপজেলার প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে বিগত দিনে নিজ নিজ অবস্থানে থেকে তারা যে অবদান রেখেছেন এটা তারই স্বীকৃতি।

তিনি আরও বলেন, জেলায় নির্বাচিতদের নাম বিভাগীয় পর‌্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করার জন্য বাছাই কমিটিতে প্রেরণ করা হয়ে থাকে। আশা করি সেখানেও আমরা ভাল করবো।

প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় টাঙ্গাইল জেলার মধ্যে তিন ক্যাটাগরীতে মির্জাপুরের একজন জনপ্রতিনিধি, একজন প্রশাসনের কর্মকর্তা ও প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হওয়ায় আনন্দ প্রকাশ করে তাদের অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মিয়াজ উদ্দিন মিয়া।

আপনার মন্তব্য লিখুন...

নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি