০৯:১৯ এএম | টাঙ্গাইল, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উৎসবমুখর পরিবেশে ঢাকা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ মে ২০১৭ | | ৮১৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, সিভিল ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতে কেক কাটা হয়। পরে আলোচনা সভা শেষে নৈশ্যভোজের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. বাবুল খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, টাঙ্গাইল জেলা পুলিশের এএসপি (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত এসএম তুহিন, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবু আহম্মদ, পৌর বিএনপি সভাপতি হযরত আলী মিঞা প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা টাইমস এর মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন। পরে ঢাকা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগত অতিথিরা নৈশ্য ভোজে যোগদেন।

আলোচনা সভায় বক্তারা শুরু থেকে ঢাকা টাইমস এর বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সম্পাদক আরিফুর রহমান দোলন ও মির্জাপুর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের প্রশংসা করেন। ভবিষ্যতে ঢাকা টাইমস এর সম্মৃদ্ধি কামনা করেন তারা।

  • এছাড়া জন্মদিনের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন-
    মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উ্পজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া, , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক মো. সিদ্দিকুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর হাজী মো. সিরাজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, সম্পাদক আমিনুর রহমান আকন্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সম্পাদক আল মামুন. সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া. ইত্তেফাকের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল, জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা, নিরঞ্জন পাল, প্রথম আলো প্রতিনিধি সোহেল মোহসীন শিপন, ভোরের কাগজ প্রতিনিধি জহিরুল ইসলাম শেলী, নয়া দিগন্ত প্রতিনিধি, ভোরের ডাক প্রতিনিধি খাইরুল করিম পাপন, হারুন অর রশিদ, প্রেসক্লাব সম্পাদক এস এস এরশাদ প্রমুখ।

নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর অনলাইনভিত্তিক এই সংবাদ মাধ্যমটি। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন সম্পাদকের পক্ষ থেকে পত্রিকাটির মির্জাপুর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে তথ্যপ্রযুক্তির উৎকর্ষ ও আধুনিকায়নের সঙ্গে মিল রেখে এগিয়ে যাচ্ছে ঢাকাটাইমস। যুগের সঙ্গে তাল মিলিয়ে পাঠকদের পছন্দ ও চাহিদার প্রতি নজর রেখে এরই মধ্যে দুবার সাজ-সজ্জায় পরিবর্তন এনেছে অনলাইন পত্রিকাটি।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল জনপ্রিয় এই নিউজ পোর্টালটি। রবিবার পাঁচ বছর শেষ করে ছয় বছরে পা রাখে নিউজ পোর্টালটি।

আপনার মন্তব্য লিখুন...

কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি