১০:০৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলেধরা গুজব ও গণপিটুনি না দেওয়ার বিষয়ে পুলিশের ব্যাপক প্রচারণা

ছেলেধরা সন্দেহে তিন নারীকে পুলিশে দিল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে ছেলে ধরা গুজবে কান না দেওয়া, কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশে সোপর্দ অথবা পুলিশের অভিযোগ কেন্দ্র ৯৯৯-এ ফোন দেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চালিয়েছে সখীপুর থানা-পুলিশ। 

গত দুইদিনে থানার ১৫জন পুলিশ কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নে ভাগ হয়ে স্কুল, কলেজ ও বাজারে এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে সভা-সমাবেশ করে। এদিকে গতকাল বুধবার উপজেলার কুতুবপুর গ্রামে ছেলেধরা সন্দেহে তিন নারীকে আটক করে গ্রামবাসী। পরে গ্রামবাসী ওই তিন নারীকে পিটুনি না দিয়ে পুলিশে খবর দেয়। 
      

 জানা যায়, বুধবার দুপুরে উপজেলার কুতুবপুর ইকুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিনজন নারীর কাছে বড় পুটলা দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। ওই তিন নারী অসংলগ্ন কথাবার্তা বললে তাঁদের আটক করে গ্রামবাসী। পরে পুলিশে সোপর্দ করা হয়।
         
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, সারাদেশে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে বিভিন্ন স্থানে কয়েকজনকে হত্যা করা হয়েছে। যারা হত্যাকা-ে জড়িত তাঁরা ফৌজদারি অপরাধ করেছে। গণপিটুনির শিকার হওয়া অধিকাংশ মানুষ মানসিক ভারসাম্যহীন বা নিরীহ ও দরিদ্র শ্রেণির। কেউ এসব গুজব ছড়িয়ে কাউকে হত্যা বা গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, এসব গুজব রোধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বাজার ও জনবহুল স্থানে পথসভা ও গণসংযোগ করা হচ্ছে। আমাদের এ প্রচারণা চালানোর কারণে গতকাল বুধবার ছেলেধরা সন্দেহে তিন নারীকে গণপিটুনি না দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। তিনি বলেন- মঙ্গলবার উপজেলা সব গ্রাম পুলিশকে থানায় এনে এসব বিষয় বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও থানার কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তাকে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভায় ভাগ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জনবহুল স্থানে সচেতনতামূলক সভা-সমাবেশ করার জন্য পাঠানো হয়।
    
আটক হওয়া ওই তিন নারীর বিষয়ে তিনি বলেন, ওই তিন নারীর দুইজনের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা গ্রামে। বাকি একজন নারী মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। উথুরা গ্রামের ওই দুই নারী পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা সখীপুরের বড়চওনা গ্রামে চিকিৎসার জন্য কবিরাজ বাড়ি এসেছিল। তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ভালুকা থানা-পুলিশ ওই দুই নারীর বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  হিটস্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির মওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ট কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা মির্জাপুরে রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হু

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি