০২:২৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীর দেউপুর উচ্চ বিদ্যালয়ের নামে মিথ্যা অপপ্রচার

এম আর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৫ এপ্রিল ২০১৭ | | ৮৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেউপুর উচ্চ বিদ্যালয় নিয়ে একটি কুচক্রি মহল বিদ্যালয়ের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই বিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ে ‘শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন’ নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।

সভায় বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, দেউপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানন্দ সূত্রধর, আজহার ফকির, হযরত মাস্টার,আজহার বেপারী, বাদল তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গের সর্ব সম্মতিক্রমে “ষষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত বিশেষ ক্লাশ চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে অনুষ্ঠিত ওই সভা নিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য খোরশেদ আলী তার স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিদ্যালয় কর্র্র্তৃপক্ষ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সম্প্রতি ষষ্ঠ শ্রেণি হতে ১০ শ্রেণি পর্যন্ত বিশেষ ক্লাশ চালু ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিদ্যালয়ে অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সর্ব সম্মতিক্রমে বিশেষ ক্লাশ চালু রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সভায় খোরশেদ আলীর নিজের এজেন্ডা বাস্তবায়ন না হওয়ায় তিনি বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও বিগত এসএসসি পরীক্ষায় পাসের হার ৬০% নিয়ে বিদ্যালয়ে দুগ্রæপের দ্ব›েদ্ব মতবিনিময় সভা পন্ড হয়েছে বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, দেউপুর উচ্চ বিদ্যালয় নিয়ে কোন গ্রæপিং তৈরি হয়নি। বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য স্থানীয় খোরশেদ আলী নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ায় তিনি দেউপুর উচ্চ বিদ্যালয় নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। যা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছে এবং বিদ্যালয়ের পূর্বের সভাপতি আজহার আলীর অসুস্থতার সুযোগ নিয়ে তাকে ভুল বুঝিয়ে নিজের পছন্দমত টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দিয়েছেন। মূলত সেই নিয়োগ ধামাচাপা দিতেই এই মিথ্যা অপপ্রচার বলে জানান তিনি।

এ ব্যপারে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য খোরশেদ আলী জানান আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি