০৫:৪০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ৩ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খোলা স্টেশনে ঢুকে ১০২০ টাকা জরিমানা গুণলেন পলিটেকনিকের ছাত্র-ছাত্রী 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

খোলা স্টেশনের ঢোকা সত্তে¡ও পলিটেকনিকের দুই ছাত্র-ছাত্রী দর্শণার্থীকে ১০২০ টাকা জরিমানা করেছেন টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশন মাস্টার। শনিবার (২৫ মার্চ) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে ঘটনাটি ঘটে।

অসামাজিক কার্যকলাপ আর বিনা টিকিটে ট্রেন ভ্রমনের দায়ে এই জরিমানা করার কথা স্টেশন মাস্টার বললেও ভুক্তভোগী দর্শনার্থী ছাত্র-ছাত্রীর দাবি করেছেন ঘুষের টাকা না পাওয়ার ক্ষোভে আর অভিভাবক আসায় জরিমানাটি করা হয়েছে। টিকিট কাটতে ভোটার আইডি, জন্মনিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হলেও জরিমানার জন্য দেয়া পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিএজি ০০১৫০৫৭৪ টিকিটটি কাটতে দর্শনার্থীর নেয়া হয়নি কোন প্রমাণপত্র। টিকিট কালোবাজারীরোধে বাংলাদেশ রেলওয়ে ভোটার আইডি, জন্মনিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি কাউন্টারের জমা রেখে টিকিট সংগ্রহের নিয়ম করলেও জরিমানার টিকিটটি কোন ডকুমেন্ট ছাড়া কিভাবে দিলেন স্টেশন কর্তৃপক্ষ এমন দাবি তুলেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ছাত্র বলেন, আমরা দুইজন টাঙ্গাইল পলিটেকনিক থেকে ডিপ্লোমা সম্পন্ন করেছি। আমার বান্ধবী তিন-চারদিন ধরে রাগ করে কথা বলছেনা। আজ বান্ধবী বাড়ীতে যাওয়ার জন্য স্টেশনে এসেছে খবর পেয়ে আমি এখানে আসি। আমাকে দেখে বান্ধবী রাগ করে স্টেশনে ভিতরে ফাঁকা রেল লাইনে যাওয়া চেষ্টা করে। এ সময় আমি তাকে বাধা দিই। হাত দিয়ে ধরে তাকে জোরপূর্বক স্টেশনে নিয়ে আসি। হঠাৎ দেখি স্টেশনের একজন এসে জানান, স্টেশন মাস্টার আমাদের ডেকেছেন। তাৎক্ষনিকই আমরা স্টেশন মাস্টারের সাথে দেখা করি। তবে স্টেশন মাস্টার রেলস্টেশনে ঢুকতে টিকিট লাগেসহ আমাদের নানা ধনরণের অশ্লীল কথা বার্তা বলতে থাকায় আমি প্রতিবাদ করি। এ সময় স্টেশনের একজন আমাকে এক হাজার টাকা ঘুষ দিয়ে চলে যেতে বলেন। আমি রাজি না হয়ে আমার অভিভাবককে ডেকে আনি। অভিভাবক আসায় বাধ্য হয়ে তারা নানা কারণ দেখিয়ে আমাদের মুচলেখা নিতে চায়। আমরা মুচলেখা দিতে রাজি হয়নি বলে পরবর্তীতে তারা বিনা টিকিটি রেলভ্রমনের অপরাধ দেখিয়ে ১০২০ টাকা জরিমানা নিয়েছেন।

স্টেশনে আগত বেশ কয়েকজন দর্শনার্থী বলেন, স্টেশনে আসলে টিকিট লাগে সেটি আমাদের জানা নেই। শত শত লোক তো বিনা টিকিটেই স্টেশনে ঘুরছেন। টিকিট কাটা বাধ্যতা মূলক হলে স্টেশন কর্তৃপক্ষকে অবশ্যয় সে ধরণের ব্যবস্থা রাখতে হবে। হঠাৎ মন চাইলে একজনকে ধরে এভাবে জরিমানা করা হবে, এটি ঠিক নয়। 

স্থানীয় রাসেল, মফিজসহ বেশ কয়েকজন বলেন, টিকিট কালোবাজারীর অপরাধে ইতোপূর্বে স্টেশন মাস্টার বদলী হয়েছিলেন। আবার কিভাবে এ স্টেশনে আসলেন সেটি তারা বুঝতে পারছেননা। এছাড়া স্টেশনে যাত্রী ও দর্শনার্থী আটকানোর বেশ কিছু অভিযোগ উঠছে স্টেশনে কর্মরতদের বিরুদ্ধে বলেও জানান তারা।

এ বিষয়ে ঘারিন্দা স্টেশন মাস্টার সোহেল খান জানান, অসামাজিক কার্যকলাপ আর বিনা টিকিটে ট্রেনের ভ্রমনের অভিযোগে ওই দুই ছাত্র-ছাত্রীকে রাজশাহী থেকে টাঙ্গাইল পর্যন্ত টিকিটমূল্যসহ ১০২০টাকা জরিমানা করা হয়েছে। ভোটার আইডি, জন্মনিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি ছাড়া কিভাবে টিকিট কাটা হলো এমন প্রশ্নের জবাবে তিনি জানান, টিকিট কাউন্টারের দায়িত্বরত আগুন নামের স্টাফের আইডি থেকে ওই টিকিটটি কাটা হয়েছে।

কালোবাজারীর অভিযোগে ইতোপূর্বে বদলী হওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি জানান, মহেড়া ফাঁকা ছিল বলে তাকে বদলী করা হয়েছিল। পুনরায় তিনি ঘারিন্দা স্টেশনেই দায়িত্ব পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি