০৫:১৩ এএম | টাঙ্গাইল, মঙ্গলবার, ২১ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গ্রা‌মে হঠাৎ ম‌হিলা পাগ‌লের উপ‌স্থি‌তি, রোগ নিরাম‌য়ে দি‌চ্ছে বালু পড়া

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

হঠাৎ দেখা এলাকায় মু‌খোশ পড়া উ‌দ্ভুত প্রকৃ‌তির ম‌হিলার কাছ থে‌কে বালু পড়া খাওয়ার জন‌্য ভীড় জ‌মি‌য়ে‌ছে স্থানীয়রা। টাঙ্গাই‌লের ভুঞাপুর উপ‌জেলার খানুরবা‌ড়ি এলাকায় অজ্ঞাত ওই ম‌হিলার দেখা পাওয়া গে‌ছে। 

শুক্রবার (২৬ ফেব্রুয়া‌রি ) খানুরবা‌ড়ি এলাকায় ওই ম‌হিলার ছ‌বি মোবাই‌লে তুল‌তে চাই‌লে ‌তি‌নি ক্ষিপ্ত হ‌য়ে সেখান থে‌কে চ‌লে যান। ত‌বে বি‌কে‌লের পর তা‌কে আর এলাকায় দেখা যায়‌নি। 

খানুরবা‌ড়ি গ্রা‌মের গোপাল চন্দ্র হালদার ব‌লেন, এলাকায় হঠাৎ দে‌খি  অদ্ভুত দেখ‌তে ওই ম‌হিলা বি‌ভিন্নজন‌কে বালু পড়া দি‌চ্ছে। এছাড়া রাস্তার মা‌টি খাওয়া‌চ্ছে। আ‌মি নি‌জেও প্রথ‌মে তার দেয়া মা‌টি হা‌তে নি‌য়ে দে‌খি খুবই সুগ‌ন্ধি। প‌রে সে আমা‌কে বালু প‌ড়ে দি‌লে সেটা খে‌য়ে দে‌খি বালু মধুর মত মি‌ষ্টি লাগ‌ছে। প‌রে আমার হা‌তে থাকা রুপার ব‌্যাচ তা‌কে দি‌য়ে দেই। 

খানুরবা‌ড়ি হালদারপাড়ার দে‌বেন হালদার ব‌লেন, সবার মত আ‌মিও তার দেয়া বালু পড়া হা‌তে নেই। গন্ধ শু‌কে দে‌খি বালু মৌ মৌ বাসনা কর‌ছে। প‌রে বালু খে‌য়ে দে‌খি মধুর চে‌য়ে মি‌ষ্টি লাগ‌লো। প‌রে খু‌শি হ‌য়ে দুইবা‌রে ৭০ টাকা দি‌য়ে‌ছি। 

একই গ্রা‌মের আদুরী হালদার ব‌লেন, ছে‌লে বিশ্বাস হালদা‌রের ক‌য়েকদিন যাবত জ্বরের কার‌নে নিয়‌মিত ওষুধ খা‌ওয়া‌চ্ছিলাম। প‌রে ওই পাগ‌লের মত দেখ‌তে ম‌হিলাটি ঝাড়া ফুক দেয়ার পরক্ষ‌ণেই জ্বর সে‌ড়ে গে‌ছে। এ‌তে তা‌কে ১০টাকা দি‌য়ে‌ছি। 

স্থানীয়রা জানান, পাগ‌লের মত অদ্ভুত ওই ম‌হিলাকে এলাকায় আ‌গে কখ‌নো দে‌খি‌নি। কা‌লো জামা পড়া, মাথায় জটা চুল ছেড়া কাপড় দি‌য়ে বাঁধা ও মু‌খে অদ্ভুত ধ‌র‌নের মাস্ক পড়া ছিল। এলাকায় সবাই যার যার রোগ ও সমস‌্যার সমাধা‌নের জন‌্য তার কাছ থে‌কে বালু পড়া খে‌য়ে টাকা দি‌য়ে‌ছে। 

টাঙ্গাই‌লের হৃদরোগ বি‌শেষজ্ঞ ডা. রা‌জিব পাল চৌধুরী ব‌লেন, এ‌টি চি‌কিৎসায় বিজ্ঞানী কোন ভি‌ত্তি নেই। বালু বা রাস্তা মা‌টি খে‌লে পরব‌র্তিতে মানু‌ষের পে‌টের পীড়াসহ বি‌ভিন্ন‌রোগে আক্রান্ত হ‌তে পা‌রে। এ‌তে কিড‌নিরও সমস‌্যা হ‌তে পা‌রে।

আপনার মন্তব্য লিখুন...

মধুপুরে খাদ্য গুদামে খাদ্য শস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধ কালিহাতীতে অবৈধভাবে বালু বিক্রি হচ্ছে : উদাসীন পাউবো!  ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল, সংস্কারের উদ্যোগ নেই নাগরপুরে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের শপথ অন ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত  কালিহাতীতে বজ্রপাতে দুই ভাই নিহত ভূঞাপুরে হেলিকপ্টার প্রতিকের কর্মীসমর্থকের উপর হামলার অ দুধ দিয়ে গোসল করে ঘরে উঠলেন নাবিক সাব্বির কারিগরি শিক্ষা বোর্ড সারাদেশে দ্বিতীয় টাঙ্গাইলের জুথী  ‘ফসলের নিবিড়তা ও উৎপাদন বাড়াতে কাজ করা হচ্ছে’ গোপালপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক  টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির নেতা-নেত্রী বহ গোপালপুরে জিপিএ ৫ পেয়ে চমকে দিলো জমজ দুই ভাই

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি