১২:১৩ পিএম | টাঙ্গাইল, রোববার, ৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের পর ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

গাজীপুরে ব্যবসার করার অজুহাতে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ এবং প্রতারণার শিকার ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি। 

রোববার টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, টাঙ্গাইল সদর উপজেলার উত্তর কাতুলী গ্রামের বিদেশ ফেরত ব্যবসায়ী প্রতারণার শিকার মেহেদী হাসান।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গাজীপুরে ব্যবসা করার সুবাদে আনোয়ারুল হক নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। আনোয়ারুল হকের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া পূর্ব ছিটুয়াপাড়া গ্রামে। তিনি বর্তমানে ঢাকার উত্তর থানার ১১ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ১ নম্বর বাসায় বসবাস করছেন। যৌথভাবে দুজন ব্যবসা করার কথা বলে আনোয়ারুল হক মেহেদী হাসানের কাছ থেকে দুই কোটি ৫০ লাখ টাকা এবং গাজীপুরের জয়দেবপুর থানার আড়াইশো প্রসাদ মৌজার ৮৯ শতাংশ জায়গা গত বছরের ১৩ মে রেজিস্ট্রি করে নেন। এই জমির মূল্য তিন কোটি টাকা। এর বিনিময়ে আনোয়ারুল হক মেহেদী হাসানকে একই জেলার গাছা থানার উত্তর খাইলকুর জনৈক এনামুল হকের তিনতলা বিশিষ্ট একটি বাড়ি কিনে দেয়ার কথা বলেন। কিন্তু পরবর্তীতে তিনি আর সে বাড়ি কিনে দেননি। 

এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন। ব্যবসা করার কথা বলে হাতিয়ে নেয়া টাকাও তিনি আর ফেরত দেন না। আনোয়ারুল হক উল্টো  তাকে (মেহেদী হাসান) প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখান। এক পর্যায় আনোয়ারুল হক  ব্র্যাক ব্যাংকের ৮৩ লাখ টাকার একটি চেক মেহেদী হাসানকে প্রদান করেন। সে চেক নিয়ে ব্যাংকে গেলে একাউন্ট বন্ধ থাকার কথা বলে চেক প্রত্যাখান করেন ব্যাংক কর্মকর্তা। পরে গত বছরের ৯ সেপ্টেম্বর গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়। এরপর আরো দুটি চেক প্রদান করা হয়। একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় সেগুলো ফেরত আসে। সবদিক থেকে বঞ্চিত হয়ে মেহেদী হাসান চলতি বছরের ৯ মার্চ গাজীপুরের গাছা থানায় প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ আনোয়ারুল হককে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। 

মেহেদী হাসান অভিযোগ করেন, আনোয়ারুল হক হাজতে থাকলেও তার বাহিনীর লোকজন প্রতিনিয়ত ফোনে তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে তিনি গাজীপুরে তার সব ব্যবসা বন্ধ করে বাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু 

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি