০৩:১৯ পিএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংশোধনী

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন ! প্রকাশ্যে ঘুরছে আসামীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

এখনও প্রকাশ্যে ঘুরছে ছেলেকে বাঁচাতে গিয়ে খুন হওয়া বাবা হত্যা মামলার আসামীরা। মামলার প্রায় দেড় মাসে অতিবাহিত হলেও হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করছে পুলিশ। নাম উল্লেখপূর্বক ৮ আসামীর ৫ জনসহ অজ্ঞাতরা গ্রেফতার না হওয়াসহ আসামীদের প্রকাশ্যে চলাফেরা নিয়ে চরম আতঙ্ক আর সংশয়ে রয়েছেন বাদি পরিবার। গত (১৯ জুলাই) ঘটনাটি ঘটে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দি এয়ারপোর্ট এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে চলতি বছরের (১৯ জুলাই) সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কবির (১৭) নামের এক কিশোরের উপর হামলা চালানো হয়। হামলার শুরুতে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দি এয়ারপোর্ট এলাকার মৃত কমরেট জামাত আলীর নাতি কবির (১৭) আহত হয়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা মৃত. ইন্তাজ বেপারীর ছেলে লিটন মিয়া (৪৫) ঘটনাস্থলে মারা যান। ওই দিনই হামলায় গুরুতর আহত হন মামা মো. মনির হোসেন (৪৫)।
 
ওই এলাকার মো. লুৎফর রহমানের ছেলে তুষার (২৪), তুহিন (১৯). মৃত. মজিবর রহমানের ছেলে লুৎফর রহমান (৪৫), আব্দুল মোতালেবের ছেলে ইয়াসিন (২২), মো. আরিফের ছেলে সিয়াম (২০), নোয়াই এর ছেলে জাহিদুল (২০), রনির মিয়া ছেলে রাতুল মিয়া (১৯) ও বেড়াবুচনা এলাকার হবির ছেলে দুলন (২২) সহ অজ্ঞাত ৭-৮জনকে আসামী করে টাঙ্গাইল মডেল থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন মো. মনির হোসেন। 

মামলার বাদি মো. মনির হোসেন বলেন, মামলার প্রায় দেড় মাস অতিবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত মাত্র তিনজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীরা এলাকা দিয়ে প্রকাশ্যে চলাফেরা করাসহ নানা ভাবে মামলাটি মিমাংসার চেষ্টা শুরু করেছে।

মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে তথ্যটি বানোয়াট দাবি করে মামলার তদন্তকারি কর্মকর্তা ও টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. নাসির উদ্দিন বলেন, ইতোমধ্যেই আমরা তিনজনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মামলার অন্যতম আসামী তুষার, সিয়াম আর দুলন। অন্যদেরও গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি