১১:১৫ পিএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্য বিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (মুর্যাল) পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত, সকাল ১০ টায় আলোচনা সভা ও ৬ জন বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ঋণ বিতরণ, অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পাড়ভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির, ওসি হাসান আল মামুন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দিনব্যাপী গণভোজের আয়োজন করা হয়। গণভোজ পরিচালনা করেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

অপরদিকে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ভূমি অফিসে ফলজ/বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

চারা রোপণের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান। এসময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিসের নায়েবগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি