০৫:৫১ এএম | টাঙ্গাইল, রোববার, ৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাঁদা না দেয়ায় ঠিকাদারের কর্মচারীর ওপর হামলা

মনির হোসেন,কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

কালিহাতীতে চারান বিলে মাছের বংশ বিস্তারের জন্য অভয়শ্রম খননের ঠিকাদার মোশারফ হোসেন কালিহাতী উপজেলার পাছচারান গ্রামের কাশেম খানের ছেলে দবির খান (২৫) কে অভয়শ্রম খননের কাজ দেখাশুনা জন্য রাখা হয়। কতিপয় দুস্কুতিকারীদের চাঁদা না দেয়ায় অভয়শ্রম খননের দেখাশুনাকারী দবির খানের ওপর হামলা করে তার দু পা ভেঙ্গে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, এলাকার কতিপয় দুস্কৃতিকারীরা দবির খানের কাছে টাকা চায়। বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেল যোগে চারান বাজারে ওই দুস্কৃতিকারীরা দবিরের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর অতর্কিত দা, হকিস্টেক নিয়ে হামলা করে। এতে তার দুই পা ভেঙ্গে ফেলে ও শলীরের বিভিন্নস্থানে জখম করে।

গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বতর্মানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে আহত দবির খান।

এবিষয়ে অভয়শ্রম খননের দেখাশুনাকারী উপজেলা পাছচারান গ্রামের কাশেম খানের ছেলে দবির খান জানান, কুষ্টিয়ার ঠিকাদার মোশারফ হোসেন কালিহাতী উপজেলা চারান বিলে মাছের বংশ বিস্তারের জন্য অভয়শ্রম খননের কাজ পায়। অভয়শ্রম খননের কাজ আমাকে দেখাশুনার জন্য রাখে। উপজেলা পাছচারান গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে রুমেল (২২), সুনীল খানের ছেলে স্বাধীন খান(২০), কামার্থী গ্রামের আতিক(২০) আমার কাছে চাঁদা চায়।

পরে এ বিষয়ে ঠিকাদার মোশারফ হোসেনকে জানালে তিনি বলেন আমি শুক্রবার আসতাছি। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার চারান বাজারে মটর সাইকেল যোগে রুমেল, স্বাধীন ও আতিক আমার কাছে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বকৃতি জানালে দা, হকিস্টেক নিয়ে অতর্কিত হামলা করে আমার দু পা ভেঙ্গে ফেলে ও আমার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে জখম করেন।

এ বিষয়ে কালিহাতী থানায়  উপজেলা পাছচারান গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে রুমেল (২২), সুনীল খানের ছেলে স্বাধীন খান(২০), কামার্থী গ্রামের আতিক(২০),মৃত ওয়াহাব খানের ছেলে শাহানুর খান(৫০), মৃত মিজানুর রহমানের ছেলে শাহীন (৫০)কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি