০৭:৪৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে চলাচলের রাস্তা দখল করে বসতবাড়ী নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৮ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভবানটিকি গ্রামের আব্দুল মজিদের বাড়ী থেকে রহমানের বাড়ী পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে চলাচলের পথ বন্ধ করে আয়নাল হক ও জাকির হোসেন গংরা একটি চৌচালা ও একটি দুচালা টিনের ঘর নির্মাণ করেছে এবং একটি গর্ত করেছে। এতে করে ভবনটিকি গ্রামসহ আশপাশের গ্রামের শতশত লোকের চলাচলের মারাত্মক বিঘ্ন ঘটছে এবং কৃষকের উৎপাদিত কৃষি পণ্য পরিবহণে মারাত্মক সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে ন্যায় বিচার ও প্রতিকার চেয়ে ভোক্তভুগী এলাকাবাসীর পক্ষে কৃষক আব্বাস আলী বাদী হয়ে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুপুর, উপজেলা নির্বাহী কর্মকতার্, মধুপুর, সহকরী পুলিশ সুপার মধুপুর সার্কেল, অফিসার ইনচার্জ, মধুপুর থানা ও চেয়াম্যান, মিজাবাড়ী ইউনিয়ন পরিষদ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে স্থানীয় লোাকজন যাতায়াত করছিল এবং কৃষকদের উৎপাদিত কৃষি পন্য পরিবহণ করা হত। অথচ চলাচলের ওই রাস্তা ব্যারিকেট দিয়ে ভবানটিকি গ্রামের আয়নাল হক ও জাকির হোসেন গংরা বসতবাড়ী নির্মাণ শুরু করেন। ভূক্তভোগী আব্বাস আলীসহ এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য তোতাঁ মিয়াকে সাথে নিয়ে একাধিকবার বাঁধা দিলেও তারা নির্মাণ কাজ অব্যাহত রাখেন।
  
ওই গ্রামের বাসিন্দা বয়োবৃদ্ধ ইয়াদ আলী (৯০)  জানান, এই রাস্তা দিয়ে এক সময় গরুর গাড়ী ও ঘোড়ার গাড়ী চলত। অথচ এখন পায়ে হেঁটে চলাই দুস্কর। তার উপর আয়নাল হক গংরা রাস্তার উপর বসতবাড়ী নির্মাণ করে এবং গর্ত করে চলাচলের পথ একেবারে বন্ধ করে দিয়েছে। একই কথা বলেন ওই গ্রামের বাসিন্দা আজহার আলী, শরাফত আলী, আ. হাকিম ও আজিজুল হক।
 
এ ব্যাপারে ভূক্তভোগী আব্বাস আলী জানান, চলাচলের রাস্তা বন্ধের বিষয়ে ন্যায় বিচার চেয়ে বিভিন্ন দপ্তরে ও মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ ও চেয়ারম্যান, মেম্বাররা ঘটনাস্থল একাধিকবার পরিদর্শন করলেও এখনো কোন প্রতিকার হয় নাই। তিনি আরো জানান, ওই রাস্তার সম পরিমাণ জায়গা অথবা টাকা দিতে চাইলেও তারা রাজি হয়নি। নিরোপায় হয়ে প্রশাসনের দারস্ত হয়েছি।
  

এ ব্যাপারে বিবাদী জাকির হোসেন জানান, আমার পৈত্রিক সম্পত্তিতে  আমি বাড়ীঘর নির্মাণ করেছি। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী তালুকদার জানান, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে। 

এ ব্যাপারে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মিমাংশা করে দেয়ার জন্য বলেছি। মিমাংশা করতে না পারলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি