১২:২৪ পিএম | টাঙ্গাইল, রোববার, ৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ্য, বাড়ি ফিরছেন বৃহস্পতিবার

মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের প্রথম ও মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত একমাত্র ব্যক্তি উপজেলার বৈরাগী ভাওড়া গ্রামের অখিল সরকার চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন। তিনি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা চলাকালে পরপর দুইবার পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেভিট আসায় বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। 

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। তবে আগামী সাত দিন তাকে হোম কোয়ারেনটেনে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘ ১৬ দিন ধরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অখিল সরকারের সঙ্গে বুধবার মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, চিকিৎসা চলাকালে গত ১৮ ও ২১ এপ্রিল পর পর দুইবার তাঁর করোনা পরীক্ষা হয়। পরীক্ষায় তার রিপোর্ট নেগেভিট এসেছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সম্পুর্ণ সুস্থ্য রয়েছেন। বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে তিনিও জানিয়েছেন। 

অখিল সরকার নারায়ণগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে মেডিক্যাল এ্যাসিট্যান্ট হিসেবে চাকরি করতেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত (৫ এপ্রিল) রবিববার তিনি করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরে তার গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে পরদিন সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের লোকজন তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগ তত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠায়। পরে তাঁর করোনা শনাক্তের বিষয়টি জানতে পারেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম অখিল সরকারের সুস্থ্য হয়ে উঠার তথ্য নিশ্চিত করে জানান, নিরাপত্তার স্বার্থে আগামী সাতদিন তাকে হোম কোয়ারেইটেনে থাকতে হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, মির্জাপুরের একমাত্র  করানায় আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে উঠা খবরটি দুঃসময়ে আশার আলো জ্বালিয়েছে। তবে করোনা সংক্রমন ঠেকাতে সবাইকে তিনি ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু 

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি