১০:৩৮ পিএম | টাঙ্গাইল, রোববার, ৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী প্রথমবারের মতো উপজেলার ধুবড়িয়া গ্রামের কোহিনূর স্পোটিং ক্লাব মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম এবং গ্রামবাসীর উদ্যোগে এ পিঠা পুলির উৎসবের আয়োজন করা হয়। 

উৎসবে গ্রাম বাংলার বিভিন্ন পিঠার পসরা বসে। সকাল থেকে জমে ওঠা উৎসবে ভীড় জমান বৃদ্ধ ও শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ। এতে ওই স্থানে এক মিলন মেলায় পরিনত হয়। এই পিঠা উৎসবকে ঘিরে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়। 

আয়োজকরা বলেন, ধুবড়িয়া গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই শীত মৌসুমে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়। এই পিঠা খাওয়ার জন্য আত্মীয়দের আমন্ত্রণও করা হয় । সেই চিন্তা থেকেই এই গ্রামের যারা পিঠা তৈরি করে নিমন্ত্রণ করে যাওয়ায়, তাদের জন্য পিঠা উৎসবের মাধ্যমে এক মিলন মেলার আয়োজন করা হয়। এছাড়া দুপুরে খাওয়ার ব্যবস্থাও করা হয় এখানে। 

ঢাকা থেকে আসা রাইজুর রহমান শুভ্র বলেন, ‘টাঙ্গাইল জেলার মধ্যে ধুবড়িয়া গ্রামটি অন্যন্য এবং ঐতিহ্যবাহী। এই পিঠা উৎসবের মাধ্যমে মিলন মেলার পরিনত হয়েছে। গ্রামের এবং জেলার বাইরে যারা বসবাস করেন তাদের সাথে যে আত্মীয়তার বন্ধন রয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে এটির বহিঃপ্রকাশ প্রকাশিত হয়েছে। আমরা অনেক দুর দুরান্ত থেকে এসেছি। এই উৎসবের মাধ্যমে বহু দিন পর পরিচত অনেকের সাথে দেখা হয়েছে। এই জন্য সবাই আনন্দ উপভোগ করছে। বাসবাসী সবাই উৎসব মুখর পরিবেশে পিঠা উৎসবটি উদযাপন করেছে।’ 

জিহাত রেহেনা মিনু বলেন, ‘এতো মানুষকে নিয়ে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হলো এটি অকল্পনীয়। আমরা সবাই এখানে এসে আবেগ আল্পুত। কারণ ছোট বড় সব ধরণের মানুষ সবাবেত হয়েছে এখানে। এই উৎসবকে সাফল্য করার করার জন্য দুরদুরান্ত থেকে অনেকেই এসেছেন। প্রতি বছরই যাতে এই উৎসবের আয়োজন করা হয় এটি আমাদের দাবি। যারা এই পিঠা উৎসবের আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’ 

আয়োজক কমিটির প্রধান ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, ‘ধুবড়িয়া গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামটি আমাদের ঐতিহ্য। এই পিঠা উৎসব প্রথম বারের মতো করেছি। ধুবড়িয়া গ্রামে প্রতিটি বাড়িতেই শীত মৌসুমে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়। আর এই পিঠা খাওয়ার জন্য আত্মীয়-স্বজনদেরকেও আমন্ত্রণ করা হয়। সেই চিন্তা থেকেই এই গ্রামের যারা পিঠা তৈরি করে নিমন্ত্রণ করে যাওয়ায়, তাদের জন্যই পিঠা উৎসবের মাধ্যমে এক মিলন মেলার আয়োজন করা হয়। 

তারা এতদিন ধরে আমাদের পিঠা খাওয়াছে, সেই পিঠাই আমরা তাদেরকে একত্রে করে খাওয়ার জন্যই আয়োজন করেছি। যাতে ধুবড়িয়া গ্রামে মিলন মেলায় পরিনত হয়। এতে প্রায় ১ হাজার লোক অংশ গ্রহণ করেছে। বিভিন্ন জেলার আত্মীয় স্বজনরা এখানে এসেছেন।’

আপনার মন্তব্য লিখুন...

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি