১০:৪৬ পিএম | টাঙ্গাইল, রোববার, ৫ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষিতার জবানবন্ধি রেকর্ড

মির্জাপুরে শিশুকে গণধর্ষণের ঘটনায় ৬ দিনেও গ্রেফতার হয়নি কেউ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | | ৭২৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী গণধর্ষণের ঘটনার ৬দিন পার হলেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।

ধর্ষিতা উপজেলার গোড়াই ইউনিয়নের মঈননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় বুধবার ধর্ষিতার মা সালেহা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় তিনজনকে আসামী করে মামলা করেন। মামলা নম্বর ১১।

রোববার বিকেলে ধর্ষিতা টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক সানজিদা সারোয়ার কাছে ২২ ধারায় জবানবন্ধি দিলে আদালত তার জবানবন্ধি রেকর্ড করেন। জবানবন্ধি শেষে মা সালেহা বেগমের জিম্মায় মেয়েকে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায় শিশুটি। এসময় রাজাবাড়ি গ্রামের মো. রিপন, মো. মনির হোসেন ও পাশের গবড়া গ্রামের খোকন মিয়া ওই ছাত্রীর মুখে গামছা দিয়ে চেপে জোর করে তুলে নিয়ে যায়।

পরে তারা পাশের একটি জঙ্গলে নিয়ে গণধর্ষণ করে শিশুটিকে ফেলে পালিয়ে যায়। ফিরতে দেরি হওয়ায় মেয়েটির মা তাকে খুঁজতে গিয়ে পাশে জঙ্গলে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে শিশুকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার ধর্ষিতাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এনে ভর্তি করা হয়। শনিবার কুমুদিনী হাসপাতালে গিয়ে দেখা গেছে পুলিশী পাহারায় সেখানে তার চিকিৎসা চলছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন আদালতে শিশুটির জবানবন্ধি দেওয়ার কথা স্বীকার করে বলেন আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। মেয়েটিকে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অ গোপালপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধসহ আটক ১ মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে এমপি শুভর নলকুপ স্থা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি