০৬:০৮ পিএম | টাঙ্গাইল, শনিবার, ৪ মে ২০২৪
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঝুকিপূর্ন গোডাউন ব্রীজ! বড় ধরনের দূর্ঘটনার আশংকা

মোল্লা তোফাজ্জল | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরশহরের গুরুত্বপূর্ন গোডাউন ব্রীজটি ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। ব্রীজটির গোড়ায় দেখা দিয়েছে ফাটল। প্রতিনিয়তই ব্রিজের নিচের অংশের ডালাই ধ্বসে পড়ছে। এতে করে মারাত্বক হুমকি মধ্যে পড়েছে এ ব্রীজ দিয়ে চলাচলরত শত শত যানবাহনের চালক ও যাত্রীরা।

জানা যায়, জেলার গুরুত্বপূর্ন সড়ক গুলোর মধ্যে অন্যতম পৌরএলাকার ১৫নং ওয়ার্ডের ঢাকা-টাঙ্গাইল সড়ক। আর ঢাকা-টাঙ্গাইল সড়কের অন্যতম প্রধান সংযোগ স্থল গোডাউন ব্রীজটি। জেলার বৃহত্তম করটিয়া হাট ও মির্জাপুর, বাসাইল, সখীপুর উপজেলার সাথে যোগাযোগের ও ঢাকাগামী উত্তরবঙ্গের যাত্রীবাহি যানবাহন এবং ঢাকা থেকে টাঙ্গাইলে প্রবেশের একমাত্র সড়কও এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন জেলার শতশত যানবাহনের পাশাপাশি উত্তরবঙ্গের যাত্রী ও মালবাহী যানবাহন গুলো চলাচল করে। এছাড়া পৌরএলাকার হাজার হাজার মানুষ এই ব্রীজ দিয়ে চলাচল করে।

দীর্ঘদিন ব্রীজটির রক্ষনাবেক্ষণ না করায় ফাটল দেখা দিয়েছে। প্রতিনিয়তই ধ্বসে পড়ছে ব্রীজের নিচের অংশ। প্লাস্টার ও ডালাই খসে পড়ে লোহার রডের বিচ্ছিন্ন অংশ দৃশ্যমান হয়ে পড়েছে। এতে করে মারাত্মক ঝুকিপূর্ন হয়ে পড়েছে ব্রীজটি। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রীজটির বর্তমান অবস্থায় আতংকিত হয়ে পড়েছেন চলাচলকারী এবং এলাকাবাসী।

এ বিষয়ে এলাকাবাসী আনিসুজ্জামান খান সাগর জানান, অবিলম্বে ব্রীজটির সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জনসাধারনের নিরাপত্তা এবং দুর্ঘটনা রোধে দ্রæত ব্রীজটির সংস্কার করা প্রয়োজন।

জাহিদ হোসেন মালা বলেন, ব্রীজটি দিয়ে দিনে জেলার যানবাহন ও রাতে উত্তরবঙ্গের যানবাহন চলাচল করে। ব্রীজটি সংস্কার করার পাশাপাশি নতুন ব্রীজ নির্মান করা প্রয়োজন। তা না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।

ব্রীজটি সংস্কারের পাশাপাশি দ্রæত সময়ের মধ্যে নতুন ব্রীজ নির্মানের দাবি জানিয়েছে স্থানীয়রা।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আমিমুল এহসান জানান, ঢাকা-টাঙ্গাইল রোডের গোডাউন ব্রীজটির সংস্কার কাজ দ্রæত করা হবে। আপাদত কোন ঝুঁকি নেই বলেও তিনি দাবি করেন।

টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন বলেন, আমি ব্রীজের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দ্রæত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ব্রীজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এছাড়া ঐতিহ্যবাহী করটিয়া ও গোড়াউন ব্রীজ দুটোই নতুন করে করার উদ্যেগ নেওয়া হয়েছে

আপনার মন্তব্য লিখুন...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশ  গুচ্ছ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উ মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা নাগরপুরে দু''পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান নি সখীপুর বনে দুর্বৃত্তের আগুন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী কালিহাতীতে মে দিবস পালিত মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা গোপালপুরে বিদেশ ফেরত পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা নাগরপুরে খাদ্যভিত্তিক পুুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশি করটিয়া হাটে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা ৫০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতা গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু  নাগরপুরে বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি